নগরীতে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষায় নগরীতে বিভিন্ন সংগঠনের উদ্যোগে মাস্ক, স্যানিটাইজারসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় বক্তারা বলেন, স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা মহামারী প্রতিরোধ সম্ভব।
মহানগর আওয়ামী যুবলীগ
বাংলাদেশ আওয়ামী যুবলীগ মহানগর শাখার উদ্যোগে নগরীর সদরঘাট থানাধীন কদমতলী রাহাত সেন্টার মোড়ে কোভিড ১৯ করোনা ভাইরাস সংক্রমণ রোধে মহানগর যুবলীগ নেতা মাসুদ আকবরী’র ব্যবস্থাপনায় সচেতনতামূলক ক্যাম্পেইনসহ হ্যান্ড সেনিটাইজার, সাবান-মাস্কসহ সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী যুবলীগ সদস্য ও কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, মহানগর যুবলীগ নেতা সুমন দেবনাথ, সাখাওয়াত হোসেন সাকু, শহীদুর রহমান, তানভীর আহমেদ রিংকু, জসিম উদ্দিন মিঠুন, মাসুদ আকবরী, মো. ইসমাঈল, এস.এম নাসির, জাহাঙ্গীর আলম, আলমগীর আলম, ফরমান উল্লাহ অপু, মামুনুর রশিদ, অ্যাডভোকেট টিপু শীল জয়দেব, সৈয়দ মহসীন, মোহাম্মদ কামরুজ্জামান, জাহেদ আহমেদ, সুলতান আহমেদ, মাকসুদুর রহমান মাসুদ, রাশেদ আমির, শহিদুল ইসলাম মিন্টু, মিনহাজ আবেদীন, তৌফিক উদ্দিনসহ অন্য নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ দেশব্যাপী করোনা মহামারী প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেন।
চট্টগ্রাম আইন কলেজ ছাত্রলীগ ও ছাত্র-সংসদ
চট্টগ্রাম আইন কলেজ ছাত্রলীগ ও ছাত্র-সংসদের উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষায় ৩ দিন ব্যাপী মাস্ক ও সাবান বিতরণ ক্যাম্পিং কর্মসূচির আয়োজন করা হয়। কলেজ ছাত্র-সংসদের ভি.পি আবদুল খালেক সোহেল এর সভাপতিত্বে ও চট্টগ্রাম আইন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন শিমুলের সঞ্চালনায় আগ্রাবাদ চৌমুহনীর মোড়ে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন ২৪ উত্তর আগ্রাবাদ ওয়ার্ড কাউন্সিলর নাজমুল হক ডিউক। প্রধান বক্তা ছিলেন মহানগর যুবলীগ নেতা ও কলেজ ছাত্র-সংসদের সাবেক জি.এস সুমন দেবনাথ।
বিশেষ অতিথি ছিলেন মহানগর যুবলীগ সদস্য সাখাওয়াত হোসেন সাকু, কলেজ ছাত্র সংসদের সাবেক জি.এস জসিম উদ্দিন মিঠুন, কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, মো. শাকিল, আইন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি টিপু শীল জয়দেব, কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান মাসুদ, আইন কলেজ ছাত্র-সংসদের সাবেক জি.এস মো. শাহাদাত হোসাইন,আইন কলেজ ছাত্রলীগ নেতা শেখ সাদী, তানভী, আকতার হোসেন, মোহাম্মদ সোহেল, জয়নাল আবেদীন রুবেল, হাসান তারেক, ডবলমুরি থানা ছাত্রলীগের যুগ্ন সম্পাদক আহমেদ রেজা, এম. আই শাহেদ, জেসমিন আকতার জেসি, অলক সরকার, মো. মইনুল হাসান, ওয়ার্ড ছাত্রলীগ নেতা আরমান হাসান। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিগণ বলেন, সর্বস্তরের জনগণ স্বাস্থ্যবিধি মেনে চললেই করোনা মহামারী থেকে জনগণকে রক্ষা করা সম্ভব।
‘হাতিল ফার্নিচার’ পরিবার
‘হাতিল ফার্নিচার’ পরিবারের উদ্যোগে করোনা মোকাবেলায় আজ ১১ এপ্রিল, সকাল ১১টায়, চট্টগ্রামে ফুটপাত ব্যবসায়ী, রিকশাওয়ালা, শ্রমজীবী মানুষ ও সর্বসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন প্রধান অতিথি চট্টগ্রাম বন্দরের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) শাকিলা সুলতানা। মাস্ক বিতরণ অনুষ্ঠানে উপ পুলিশ কমিশনার শাকিলা সুলতানা বলেন, করোনা মোকাবিলা করতে হলে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। প্রত্যেককে বাড়ির বাইরে গেলে মাস্ক পড়তে হবে।
এ সময় উপস্থিত ছিলেন হাতিল ফার্নিচার পরিবার ও আগ্রাবাদ (আলিনা ইন্টারন্যাশনাল)’র নেতৃবৃন্দ। মাস্ক বিতরণ অনুষ্ঠানে সাধারণ মানুষের হাতে মাস্ক তুলে দেন হাতিল ফার্নিচারের রিজনাল ইনচার্জ মাহবুবুল আলম। বিজ্ঞপ্তি