![Chattogram_ Hasan Mahmud - 20-06-20 (1)](https://suprobhat.com/wp-content/uploads/2020/06/Chattogram_-Hasan-Mahmud-20-06-20-1-696x435.jpg)
বাসস :
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ করোনা পজেটিভ সনাক্তের পর শুক্রবার রাত থেকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসকরা জানান, করোনায় আক্রান্ত হলেও তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। সকলের দোয়া চেয়েছেন ড. হাছান মাহমুদ।