কবিতা

মধ্যবিত্তনামা

মাজহারুল ইসলাম

তোমাকে লিখবো লিখবো করে
কত দিন কেটে যায় আমার!
সকাল দুপুর বিকেল গড়িয়ে
রাতের আঁধার সবকিছু কেমন গ্রাস করে নেয়
মোটা ভাত মোটা কাপড়ের অধিকারটুকুও।
বেঁচে থাকার জন্য এই যা-
একমাত্র মধ্যবিত্ত তকমাটা ছাড়া
আর কিছুই যে থাকে না !
তাইতো আগ-পিছ ভেবে-চিন্তে
তোমাকে আর লেখা হয় না!
জানো তো-
মধ্যবিত্তের জমি-জিরাত ঘর-দোর সবই থাকে
বাড়ির দক্ষিণকোণে শান বাঁধানো পুকুর থাকে
সুখ দুঃখ হাসি-কান্নার রক্ষণশীল গল্প থাকে
উন্মুখ প্রাপক থাকে শুধু প্রেরক থাকে মধ্যবিত্ত মননের!

 

এক খণ্ড নরম আলো

নাহিদ সরদার

চাওয়ার ভেতর পার্থক্য নেই-
একই আলপথ ধরে চলা।
থির সময়ে,
ঠান্ডা পানির নরম স্পর্শে-
তুমি কেঁপে-কেঁপে ওঠো।

আমি উষ্ণ নিঃশ্বাস ছড়াই ছাদে
এতো- এতো ভার কেমন বহো কাঁধে?
এককাপ গরম চা- হাতে তুমি আসো
যেন এক খণ্ড নরম আলো
কুয়াশা দূর করা।

 

কবন্ধ আসরে

অভি ওসমান

কালের কবন্ধ আসরে বিবেক যেন এক খোঁয়ারি;
ঘোরের গমকে আছড়ে পড়ে বাচালের বকামি।
ভাটিখানা অট্টহাসে অসাড় আষাঢ়ে বয়ানে
ললিত মগজে ঠোকর মারে এক ঝাঁক কালো কাক
মূঢ় রাজ্যে যেন এক বিকারগ্রস্তের পাঁশুটে পথচলা
পুণ্যতোয়ার জড়োয়ায় জড়িয়ে রাখে গোপন রঙ্গন
আর ঝিমোয় কেবল আঁধারের বুকে মাথা রেখে ।
নিকষনৈঃশব্দ্যে বাজে অসীম বৈশদ্যের সুরৃৃৃ..
নরলোক-নিরালোকের যেন এক মহামিলন!
আলোর ফাঁদ পাতে না আঁধার
কেননা আঁধারের বর্ণ একটাই হয়;
আলোর বর্ণ কিন্তু অভিন্ন নয়।

 

বালিহাঁস

বশির আহমেদ

না আমার কোনো প্রেম সংক্রান্ত স্মৃতি নেই।
মনের কোলাজে ফোটেনি কোন আফ্রোদিতির প্রেম,
প্রেমহীন অনুভূতির ক্যাথারসিসে আমাকে ভীষণ আলোড়িত করে মাছের সঙ্গম!
মরা নদীর উপকূলে নিঃসঙ্গ ডাহুকের সুরের মূর্ছনায় মিলনের আবেদন।
আমি প্রায়শ ফুলের প্রেমে পড়ি
সবুজ বিকেলে প্রজাপতির ডানায় হোগলার বনে
বাসা বাঁধে আমার প্রেমের বালিহাঁস।

 

নীলাভ পৃথিবী

সাগর আহমেদ

পৃথিবী ছুটে চলা সেই মায়াবতী জোতিষ্ক
যার ভালোবাসায় আটকে যায় সবুজ বনানী,
আটকায় রূপালী মাছের গায়ে সূর্যের সোনালী ঝিলিক
কখোনো বা অদ্ভুত জোছনায় খেলতে নামে চাঁদ রানি।

মায়ের কোলে শিশু কেঁদে ওঠে মায়ার বন্ধনে
কখোনো বা হেসে ওঠে হঠাৎ,
বৃষ্টির রিমঝিমে কদমেরা ভেজে
পুঁই পালংয়ে সজিবতা সহজাত।

এই সেই মায়াবী পৃথিবী
কোথায় গ্রাম, কোথাও শহর,প্রান্তর,
মনকাড়া কবিতা আর বাঁশি বাজে
অস্তিত্ব ভুলে যায় বিবাগী অন্তর।
প্রেম ছায়া, কায়া ছলনার এই বায়োস্কোপ সুন্দরী,
রূপে,রসে অনবদ্য,আহা আহা মরি মরি!

চিত্রকল্প-৮

আরিফ চৌধুরী

তোমার ব্যাকুল চাহনিতে লোভ নেই
তবু কেন ফেরাতে পারিনা দু চোখ
শরীর জুড়ে মোহময় রুপের ছন্দে
একে দিয়ে যাও দু চোখে ঝড় কামনার।
আমিতো শুধু অহংকারের শরীরে
ছড়িয়ে দিতে পারি কামনার বিষ
তবু, সন্তপণে জেগে থাকা,
অধরে জাগিয়ে কাঁপন,
মনের দীর্ঘ পথে
তোমার একাকি চলে যাওয়া
যেনো সবই আমার ব্যাকুল সমর্পন