মোহাম্মদপুরে ক্ষুধা পড়ে আছে
দ্বীপ সরকার
ক্ষুধা আর সংসারের ফাঁদে পড়ে আছে পা
জীবন যে এ রকমই
নিস্তার নেইÑবরং আরো গভীওে যেতে হবে
ওখানে স্বপ্ন কুড়োতে হবে সমান হাতে
ধানবীজ পড়ে আছেÑতাকে নিতে হবে
ফল-ফুলের বাগান নিতে হবে
বেঁচে থাকার মাঠেÑঅনেক নেয়ার থাকে
শুনেছি,মোহাম্মদপুরে ক্ষুধা পড়ে আছে
ক্ষুধাকে ঝুলিয়ে লেলিয়ে দিয়েছে কুকুর
কুকুরগুলো সাধারণ মানুষকে চাটতে যায়
ওহে জগতের কুকুর
তোমার বরং মানুষ হও খোলস বদলাও
মাঠে যাও, কোদাল ধরো হাতে
ওখানে ক্ষুধা নয়Ñস্বপ্ন কুড়াও
ওখানে ক্ষুধার নামে বোনা আছে ধানবীজ
জীবনের ডানা
আরিফুল হাসান
ভ্রান্ত পথিকে পা জড়িয়ে থাকে
আখির অশ্রুনদী জমজ ও খরস্রোতা বয়
তীর ভাঙে, বাঁকে বাঁকে জল ঘূর্ণি কাটে
ধরায় জীবন ধরা অধরার বাইরে থেকে থেকে
ফুরিয়ে যায় তেল শেষ হলে, দপ করে নিভে যায়
আর এমনি যে ফাগুন, লজ্জারাঙা পলাশ
তারপর শিমুল তুলোর মতো মখমল রাত
কী আছে জীবনে? তামাম ধ্বংস-শোধ ভেবে
নিজেকে পাথর বানিয়ে বিস্মরণে, বিস্ফোরণে
প্রকম্পিত যখন চারপাশ ভ্রান্ত পথিকের পা জড়ায়
সংসারে, কাটাতারে, ইটে, দালানে, কোঠায়!
কে যায়, কে যায় এমন করে হাহাকার করে, কে যায়!
যে থাকে উন্মাদ ভেতরে, বদ্ধ উন্মাদ, সে যায়।