নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার :
কক্সবাজার সদর-রামু উপজেলার সীমান্তবর্তী চাকমারকুল ও ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া নয়াপাড়ার পুরনো ঘাট এলাকায় বাঁকখালী নদীতে ডুবে নিখোঁজ ছলিম উল্লাহর (৩৬) লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় পুরনো ঘাট এলাকার উমখালী নয়াপাড়া অংশের বাঁকখালী নদী থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। এর আগে সকাল ৬টার দিকে নদী পার হতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হন তিনি। ছলিম উল্ল¬াহ খরুলিয়া নয়াপাড়া গ্রামের মৃত ছৈয়দ আহাম্মদের ছেলে।
উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা দিদারুল হক জানান, বৃহস্পতিবার ভোরে ছলিম উমখালীর ওপার থেকে নিজ গ্রামে ফিরতে বাঁকখালী নদীতে সাঁতার দেয়। সাঁতার কেটে নদীর মাঝ বরাবর আসার পর ধীরে ধীরে তলিয়ে যেতে থাকে। এ সময় বাঁচতে অনুরোধ জানিয়ে তিনি চিৎকার দেন। লোকজন বের হয়ে পরিস্থিতি বুঝার আগেই একপর্যায়ে নদীতে তলিয়ে নিখোঁজ হন তিনি। পরে খবর পেয়ে সকাল সাড়ে ৮টার দিকে রামু উপজেলার ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে আসে এবং উদ্ধার তৎপরতা শুরু করে। দীর্ঘ আড়াইঘণ্টা প্রচেষ্টা চালিয়ে তার মরদেহের হদিস পান ডুবুরিরা।
তার কোমরে রশি দিয়ে বাঁধা লোহার ছোট একটি খ-ি মিলেছে বলে জানান তিনি।