নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার :
কক্সবাজার মেডিক্যাল কলেজের ল্যাবে বৃহস্পতিবার করোনা ভাইরাস পরীক্ষায় ১৬২ জনের স্যাম্পল টেস্টের মধ্যে ১৭ জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে। এছাড়া ৮ জন রামু ডেডিকেটেড করোনা হাসপাতাল এবং ১ জন চকরিয়া ডেডিকেটেড করোনা হাসপাতালে পুরাতন করোনা রোগীর ফলোআপ রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়। বাকী ১৩৬ জনের রিপোর্ট ‘ নেগেটিভ’ পাওয়া যায়। কক্সবাজার মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এই তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার ‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া ১৭ জন করোনা রোগীর মধ্যে ১৬ জন কক্সবাজার জেলার। বাকী একজন চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার বাসিন্দা।
তারমধ্যে কক্সবাজার সদর উপজেলায় ১২ জন ও উখিয়া উপজেলায় ৪ জন। এছাড়া একইদিন ৩ জন রোহিঙ্গা শরনার্থীর দেহেও করোনা ভাইরাস শনাক্ত করা হয়। যা ১৬২ জনের হিসাবের মধ্যে নেই।
এই নিয়ে কক্সবাজার জেলায় বৃহস্পতিবার ২১ মে পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো ২৭৪ জন।
এরমধ্যে চকরিয়া উপজেলায় ৮৫ জন, কক্সবাজার সদর উপজেলায় ৮৭ জন, পেকুয়া উপজেলায় ২৭ জন, মহেশখালী উপজেলায় ১৩ জন, উখিয়া উপজেলায় ৩৩ জন, টেকনাফ উপজেলায় ৯ জন, রামু উপজেলায় ৫ জন, কুতুবদিয়া উপজেলায় ২ জন এবং রোহিঙ্গা শরণার্থী ১৩ জন।
রামু উপজেলার কাউয়ার খোপ ইউনিয়নের পূর্ব কাউয়ার খোপ গ্রামের মোহাম্মদ আবদুল্লাহ এর স্ত্রী ছেনু আরা বেগম ৩০ এপ্রিল রাতে কক্সবাজার সদর হাসপাতালে আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি কক্সবাজারে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুবরণ করা রোগী। ইতোমধ্যে মোট ৫৮ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।