নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার :
কক্সবাজার শহরের প্রধান সড়ক প্রশস্ত ও সংস্কার কাজ শুরু করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেমেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক)। সোমবার দুপুর থেকে কক্সবাজার শহরের প্রধান সড়কের হাশেমিয়া মাদ্রাসা সংলগ্ন ব্রিজ এলাকা থেকে কউকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি দল এ উচ্ছেদ অভিযান শুরু করেন। গতকাল মঙ্গলবার ৩ নভেম্বর পর্যন্ত শহরের প্রায় শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। এরমধ্যে অনেকে নিজেরাই স্থাপনা সড়িয়ে নিতে দেখা গেছে।
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ জানিয়েছে, শহরে প্রধান সড়ক সংস্কার, প্রশস্তকরণ ও সৌন্দর্যবর্ধনের জন্য ২৫৮ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প ইতিমধ্যে মন্ত্রিসভায় পাস হয়েছে। এছাড়া প্রকল্পটিকে ২টি ভাগে বিভক্ত করে পৃথক ২টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্মাণকাজের দায়িত্ব দেয়া হয়েছে। এর মধ্যে প্রধান সড়কের হাশেমিয়া মাদ্রাসা সংলগ্ন ব্রিজ এলাকা থেকে হলিডে মোড় পর্যন্ত ৫০ ফুট এবং বাস টার্মিনাল থেকে হাশেমিয়া মাদ্রাসা সংলগ্ন ব্রিজ পর্যন্ত ১০০ ফুট প্রশস্তের নতুন করে নির্মিত হবে সড়কটি। এ নিয়ে ১১ অক্টোবর কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ প্রকল্পের নকশা অনুযায়ী প্রধান সড়কের দু’পাশে পরিমাপ করে সীমানা চিহ্নিতকরণের কাজ শেষ করা হয়।