সুপ্রভাত ডেস্ক »
নিম্নচাপের প্রভাবে এখনও উত্তাল রয়েছে সাগর। কক্সবাজারের উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল থেকে নামেনি পানি।
রোববার (২৭ জুলাই) সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সেইসঙ্গে বইছে ঝড়ো বাতাস।
উপকূলীয় তীরে প্রবল বেগে ঢেউ আছড়ে পড়তে দেখা গেছে। কুতুবদিয়ায় ভেঙে যাওয়া আলী আকবর দেইল বেড়িবাঁধ মেরামত হয়নি এখনও। ক্ষয়ক্ষতির পরিমাণও অনেকটা বলেই ধারণা করা হচ্ছে।
এদিকে, গত তিন দিন ধরে পানিবন্দি আনিসের ডেইল, তাবালর চর, বায়ু বিদ্যুৎ কেন্দ্রের আশপাশের রাস্তাঘাট। মহেশখালীর ধলঘাটা ও মাতারবাড়ির নিম্নাঞ্চলেও অবস্থাও একই। গত কয়েকদিনের বৈরী আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে টেকনাফের মেরিন ড্রাইভ সড়ক।