জানুয়ারিতেই দেশে ফিরতে পারে আন্তর্জাতিক ক্রিকেট
সুপ্রভাত ক্রীড়া ডেস্ক :
করোনাভাইরাস মহামারীতে ক্রিকেট দুনিয়া স্বাভাবিক জায়গায় নেই। কিছু দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে স্বাস্থ্যবিধি মেনে। অনেক দেশ আছে আবার ফেরানোর প্রক্রিয়ার। যার অন্যতম বাংলাদেশ। আগামী জানুয়ারিতেই দেশে ফিরতে পারে আন্তর্জাতিক ক্রিকেট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটি আয়োজনে এখন কাজ করে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। খবর বাংলাট্রিবিউনের।
তারই অংশ হিসেবে ক্যারিবিয়ানদের কীভাবে জৈব সুরক্ষা বলয়ে রাখা হবে, সেইসব পরিকল্পনা উইন্ডিজ ক্রিকেট বোর্ডের কাছে পাঠিয়েছে বিসিবি। এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা ক্যারিবিয়ান বোর্ডের জবাবের অপেক্ষায় আছে।
ওয়েস্ট ইন্ডিজের সফরে আসা নিয়ে গতকাল মঙ্গলবার সংবাদমাধ্যমকে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘আমরা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগের ভিত্তিতে তাদের একটি বায়ো বাবল প্ল্যান পাঠিয়েছি। যেটা আমরা সরকারের সংশ্লিষ্ট অধিদফতরকেও পাঠিয়েছি। এখন ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের ফিডব্যাক আসলে আমরা হয়তো এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবো।’
গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক সিরিজ খেলেছিল বাংলাদেশ। এরপর করোনার কারণে পুরো বিশ্বই স্থবির হয়ে যায়, বন্ধ হয়ে যায় ক্রিকেট। মার্চের পর কেটে গেছে ৮ মাস, কিন্তু বাংলাদেশের ফেরা হয়নি আন্তর্জাতিক ক্রিকেটে। ক্রিকেট খেলুড়ে বেশ কয়েকটি দেশ খেলা শুরুর পর এখন নিজেরা সিরিজ আয়োজনের চেষ্টা করছে বিসিবি। আগামী জানুয়ারিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ওয়েস্ট ইন্ডিজের।