সুপ্রভাত ক্রীড়া ডেস্ক
ওয়ানডে ক্রিকেটের ৫০ বছরের ইতিহাসের ভবিষ্যৎ এখন প্রশ্নের মুখে। ধীরে ধীরে জনপ্রিয়তা হারাচ্ছে ওয়ানডে ক্রিকেট। কিন্তু তার জন্য দায়ী কে? মাইকেল আথারটনের মতে, আইপিএল। ইংল্যান্ডের সাবেক এই অধিনায়কের দাবি, আইপিএলের জন্যই ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে ওয়ানডে ক্রিকেট। খবর ডেইলি-বাংলাদেশ’র
সম্প্রতি এক সাক্ষাৎকারে আথারটন বলেন, ‘ওয়ানডে ক্রিকেট একদম খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। আইপিএলের শুরু থেকেই ওয়ানডে ক্রিকেটের শেষের শুরু হয়েছে। আগামী বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলবে না বলে জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। সেই সময় যাতে ক্রিকেটাররা আইপিএল খেলতে যেতে পারে তার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে তারা। এর থেকেই সবটা পরিস্কার।’
আইসিসি জানিয়েছে, আগামী বছর আইপিএলের সময় যেন সব দেশের ক্রিকেটারদের পাওয়া যায় তার জন্য সেই সময় কোনো প্রতিযোগিতা হবে না। আথারটনের মতে, আইসিসির এই সিদ্ধান্ত থেকেই পরিস্কার, কার আধিপত্য বেশি। তিনি বলেন, ‘দ্বিপাক্ষিক সিরিজের থেকে আইপিএলকে বেশি গুরুত্ব দিচ্ছে আইসিসি। ফলে ওয়ানডে ক্রিকেটের দর্শক সংখ্যা কমছে।’
কিছু দিন আগে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বেন স্টোকস। টেস্ট ও টি-২০ খেললেও ওয়ানডে ক্রিকেট খেলতে অনীহা তার। যে ক্রিকেটার ইংল্যান্ডকে ওয়ানডে বিশ্বকাপ জিতিয়েছেন, সেই ক্রিকেটারের ওয়ানডে ক্রিকেট ছাড়ার পিছনে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আধিপত্যকে তুলে ধরেছেন আথারটন। এখন ওয়ানডে ক্রিকেট দেখতে পছন্দ করছেন না ক্রিকেটাররাও। রবিচন্দন অশ্বিন তো ওয়ানডে ক্রিকেট দেখার আগ্রহটাই হারিয়ে ফেলেছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, ওয়ানডে ক্রিকেটে না আছে সেই সৌন্দর্য, না আছে সেই উত্তেজনা। আগে ক্রিজে এসে ব্যাটাররা সময় নিত। ম্যাচটাকে আরো উত্তেজক জায়গায় নিয়ে যেতে চাইত। তার পর বল রিভার্স সুইং করা শুরু করত।’ অশ্বিন আরো বলেন, ‘এক সময় ব্যাটিং করা দলের ৬০ বলে ৬০ রান দরকার এবং হাতে সাত উইকেট থাকা সত্ত্বেও বোলিং করা দলকেই এগিয়ে রাখা হত। সে জিনিস আর নেই। এখন ওই রান চোখের পলকে উঠে যাবে।’ আইপিএলের পাশাপাশি সারা বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয়েছে ক্রিকেট লিগ। সেখানে টি-২০ ক্রিকেটই খেলা হয়। সারা বছর বিভিন্ন টি-২০ লিগেই খেলা পছন্দ করেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। সুনীল নারাইন, কায়রন পোলার্ড, ক্রিস গেইলরা বিভিন্ন দেশে টি-২০ লিগ খেলার জন্য একটা সময় দেশের হয়ে খেলতে চাইতেন না। টি-২০ ক্রিকেটের এই রমরমাই ধীরে ধীরে পিছনে ঠেলে দিচ্ছে ওয়ানডে ক্রিকেটকে? প্রশ্ন তুলছেন আথারটন।