নিজস্ব প্রতিবেদক »
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা চট্টগ্রাম এসেছেন। গতকাল মঙ্গলবার তিনি নগরের কমনওয়েলথ ওয়ার সিমেট্রি পরিদর্শন করেন। সফররত ভারতীয় কোস্ট গার্ড জাহাজ আইসিজিএস শৌর্য ও আইসিজিএস রাজবীরের কমান্ডিং অফিসাররা তার সঙ্গে ছিলেন।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ভারতীয় হাই কমিশন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কবরস্থানে প্রায় ৪০০টি কবর ছিল। আসামের লুসাই পাহাড় ও অন্যান্য কবরস্থান থেকে পরবর্তী সময়ে কবর স্থানান্তর করা হয়েছে। বর্তমানে এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৭৩১টি কমনওয়েলথ সমাধি রয়েছে, যার মধ্যে ১৭টি অজ্ঞাতপরিচয়।
এই কবরস্থানে চিটাগাং মেমোরিয়ালও রয়েছে, যা ভারতীয় সীমেনস হোস্টেল বোম্বেতে অবস্থিত বোম্বে ১৯৩৯-১৯৪৫ ওয়ার মেমোরিয়ালের সঙ্গে সম্মিলিতভাবে সাবেক ভারতীয় নৌবাহিনীর ৪০০ জনেরও বেশি নাবিক ও সাবেক ভারতীয় মার্চেন্ট নেভির প্রায় ৬ হাজার নাবিককে স্মরণ করে যারা যুদ্ধের বছরগুলোতে সমুদ্রে নিখোঁজ হন।