লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ভূমি মালিকদের ক্ষতিপূরণ দেয়া শুরু হয়েছে। গতকাল রোববার চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ভবনে সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের চেক হস্তান্তর কার্যক্রম শুরু করেন। পর্যায়ক্রমে পুরো প্রকল্পের ক্ষতিগ্রস্তদের মাঝে এই চেক হস্তান্তর করা হবে।
চেক হস্তান্তর করার সময় এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের পরিচালক মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।
১৬ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড প্রকল্পের আওতায় প্রায় ৩০০ কোটি টাকা ক্ষতিপূরণ বাবদ বরাদ্দ রয়েছে। ইতিমধ্যে প্রকল্পের আওতায় কাজ শুরু হয়ে গেছে। বর্তমানে সল্টগোলা থেকে সিমেন্ট ক্রসিং পর্যন্ত পিলার স্থাপনের কাজ চলছে। বিজ্ঞপ্তি
মহানগর