সুপ্রভাত ডেস্ক »
নির্বাচন ঘিরে সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য ও এআই’র অপব্যবহার রোধে নির্বাচন কমিশন কাজ করছে বলে জানিয়েছেন সিইসি এ.এম.এম নাসির উদ্দিন। শনিবার (২৬ জুলাই) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে খুলনায় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
পিআর পদ্ধতির নির্বাচনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটি দেশের আইন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত। এ বিষয়ে এখনও কমিশনকে কোনো নির্দেশনা দেয়া হয়নি।
তিনি বলেন, নির্বাচন ব্যবস্থার ওপর মানুষের আস্থা ফিরিয়ে আনাই বর্তমানে কমিশনের বড় চ্যালেঞ্জ। জনগণকে ভোটকেন্দ্রমুখী করতেও চেষ্টা চলছে বলে জানান সিইসি।
সিইসি আরও বলেন, নির্বাচন ঘিরে ভুয়া নানা তথ্য ও গুজব ছড়ানো হচ্ছে। এসব প্রতিরোধে বিশেষজ্ঞদের সাথে সমন্বয় করে কমিশন কাজ করছে।


















































