শারদীয় দুর্গোৎসব নিয়ে দেশ জুড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে ২০ নম্বর দেওয়ান বাজার ওয়ার্ড বি-ইউনিট আওয়ামী লীগের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ ও শান্তির শোভাযাত্রা গতকাল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র-১, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী । বি-ইউনিট আওয়ামী লীগের সভাপতি শাহাদাত হোসেন চৌধুরী বাদলের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সদস্য আলহাজ পেয়ার মোহাম্মদ, ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি রতন দাশ, সাধারণ সম্পাদক আবু তৈয়ব সিদ্দিকী, কাউন্সিলর রুমকি সেন গুপ্ত, ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. দিদারুল আলম, সুফিয়ান সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শিহাব উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ আল হারুন সহ ওয়ার্ড আওয়ামী লীগের সোহেল সিদ্দিকী, কাঞ্চন বিশ^াস, সজল সেন, ছগির পিন্টু, সিদ্দিক আহমেদ, অসীম চক্রবর্তী, গিয়াস উদ্দিন, চন্দন পালিত, শাহাদাত আলী সাজ্জাদ, জাহেদ রেজা, ইয়ার মো. আজীম, মো. সেলিম, নওশেদ আলী খান, উজ্জল পাল, নুরুল আবছার, মো. খোরশেদ, ইকবাল বাহার চৌধুরী, আলোড়ন বিশ^াস ফ্লাওয়ার, সুমন দত্ত, টিংকু সেন, জুয়েল বণিক. হিমেল হোসেন সহ অন্য নেতৃবৃন্দ। সভায় চৌধুরী হাসান মাহমুদ হাসনী বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি দেশ আমাদের এই বাংলাদেশ, এই দেশ হিন্দু মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের। উন্নয়নশীল বাংলাদেশ গঠনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কর্মকান্ড ও অর্জনকে বাধাগ্রস্ত ও ধ্বংস করার জন্য একাত্তরের পরাজিত শক্তি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যে পাঁয়তারা করছে তা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কঠোরভাবে দমন করা হবে। বিজ্ঞপ্তি
‘এ দেশ সকলের’
দেওয়ান বাজারে শান্তি শোভাযাত্রা