চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম বাফুফের কাছে বরাদ্দ বাতিলের বিষয়ে চট্টগ্রাম সার্কিট হাউজে মুক্তিযোদ্ধা এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজমের সাথে সিজেকেএস কাউন্সিলররা গতকাল (শনিবার) সৌজন্য সাক্ষাত করে স্মারকলিপি পেশ করেছেন। এসময় সিজেকেএস কাউন্সিলরা এম এ আজিজ স্টেডিয়াম বাফুফের নিকট বরাদ্দের সিদ্ধান্ত বাতিলের ব্যাপারে চট্টগ্রামের ক্রীড়া সংগঠকদের দাবিগুলো উপদেষ্টার কাছে তুলে ধরেন। তিনি চট্টগ্রামের দাবিগুলোর যৌক্তিকতাকে সমর্থন এবং এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষকে অবগত করার আশ^াস প্রদান করেন। তাছাড়া আগামী দিনগুলোতে ক্রীড়াঙ্গনে প্রয়োজনীয় সংস্কার আনতে চট্টগ্রামের সকল ক্রীড়া ক্লাবগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রয়োজনীয় পরামর্শ দেন। ক্রীড়া সংগঠকদের মধ্যে উপস্থিত ছিলেন সিজেকেএস কাউন্সিলর সৈয়দ আবুল বশর, সৈয়দ সাহাব উদ্দিন শামীম, মো. আমিনুল ইসলাম, শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, শাহজাদা আলম, আহসান ইকবাল চৌধুরী, আকতারুজ্জামান, শওকত হোছাইন, আলী হাসান রাজু, মো. জাহিদুল হক শিপলু, ক্রিকেটার শহীদুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি
খেলা
 
				 
		

















































