চান্দগাঁওতে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার উদ্বোধনের স্থান সরেজমিনে পরিদর্শন করলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি ও সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ ও আইসিটি সচিব হোসনে আরা বেগম এনডিসি।
এ সময় উপস্থিত ছিলেন আইটিসি’র যুগ্ম সচিব, সিটি করপোরেশনের উচ্চপদস্থ কর্মকর্তা, স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন, নুর মোহাম্মদ নুরু, তসকির আহমেদ, ওয়ালিদ চৌধুরী, সাফায়েত উল হক জাবেদ, সাইফুদ্দিন খালেদ সাইফু, নিজাম উদ্দিন নিজু, মো. হারুন, মো. আজম খান, খোরশেদ, দিদারুল আলম, মো. বখতেয়ার, শওকত আলম, গোলাম মহিউদ্দিন বাবুল প্রমুখ।
এ সময় মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেন, বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়নের অংশ হিসেবে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও উদ্যোক্তা তৈরি করতে চট্টগ্রামে শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠা করা হচ্ছে। প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও উদ্যোক্তা তৈরি করতে চট্টগ্রাম শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার বিশেষ ভূমিকা রাখবে। বিজ্ঞপ্তি
মহানগর