উত্তর জেলা আওয়ামী লীগের সúাদকমন্ডলীর জরুরি সভা

শোকাবহ আগস্ট মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী এবং এই মাসের পালনীয় দিবসগুলো সফল করার লক্ষ্যে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর এক জরুরি সভা সংগঠনের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালামের সভাপতিত্বে গতকাল সকাল ১১ টায় দোস্ত বিল্ডিং কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে সাংগঠনিক রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান।
সভায় গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে ৫ আগস্ট বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের জন্মবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল, ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল, ১৪ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের দিন সকালে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, দোয়া ও মিলাদ মাহফিল এবং দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ, ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা দিবসে আলোচনা সভা ও ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলা দিবসের আলোচনা সভা।
সভায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আনোয়ার চৌধুরী বাহার, দেবাশীষ পালিত, জসিম উদ্দীন শাহ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন বাবলু, প্রচার সম্পাদক প্রদীপ চক্রবর্তী, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক ইঞ্জিনিয়ার মেজবাহউল আলম লাভলু, যুব ও ক্রীড়া সম্পাদক নাজিম উদ্দীন তালুকদার, দপ্তর সম্পাদক মো. নুর খান, উপ দপ্তর সম্পাদক আ স ম ইয়াছিন মাহমুদ প্রমুখ। শোকাবহ মাসের শুরুর দিন ১ আগস্ট সংগঠনের দোস্তবিল্ডিং কার্যালয়ে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে গৃহীত কর্মসূচির সূচনা করা হয়।
উত্তর জেলা আওতাধীন উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে উপরের কর্মসূচিসমূহ যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য নির্দেশনা দেওয়া হয়।