দীপন বিশ্বাস, কক্সবাজার »
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প- ৪ এ পাহাড় ধ্বসে দুইজনের মৃত্যু হয়েছে।
বুধবার (৩ জুলাই) ভোরে উখিয়া উপজেলার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-১ ব্লক ও ৮ নম্বর ক্যাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সামছু-দৌজা নয়ন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- উখিয়ার ক্যাম্প-১১ ব্লক ১ এফের দিল মোহাম্মদের ছেলে মো. আনোয়ার হোসেন (২১) ও টেকনাফের লেদার মো. আলমের ছেলে মো. সিফাত (১৩)।
রোহিঙ্গাদের বরাত দিয়ে উখিয়া থানার ওসি শামীম জানান, টানা ভারী বৃষ্টির কারণে বুধবার ভোরে রোহিঙ্গা ক্যাম্প-১১ এফ ১ ব্লক এবং ক্যাম্প-৮ ইস্ট, ব্লক-৪১ বালুখালীতে পাহাড়ের উপরে থাকা শেল্টার ধসে পড়লে মো. আনোয়ার হোসেন মাটিচাপা পড়ে মারা যান। অপরদিকে মো. সিফাত (১৩) তার মামার শেডে বেড়াতে এসে মাটিচাপা পড়ে নিহত হয়। তার বাড়ি টেকনাফের লেদায় বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।
অপরদিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প- ১ ইস্ট, ওয়েস্ট-৩, ৪, ৬, ৭, ১১, ১২ এবং ২০ এক্স এ বিভিন্ন ব্লকে ভারি বৃষ্টির পানিতে শতাধিক শেল্টার ক্ষতিগ্রস্ত হয়েছে। সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার।
আবহাওয়া অধিদফতর কক্সবাজার স্টেশনের সহকারী আবহাওয়াবিদ আবদুল হান্নান জানান, লঘুচাপের প্রভাবে গত দেড় সপ্তাহ ধরে কক্সবাজার জেলায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত কক্সবাজারে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ৭৪ মিলিমিটার। দিনের বেলা বৃষ্টির তীব্রতা কম হলেও মঙ্গলবার মাঝরাত থেকে অতিশয় ভারী বর্ষণ হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস মতে আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বৃষ্টিপাত। সঙ্গে পাহাড়ধসেরও সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন জানান, জেলা প্রশাসনের নির্দেশনা মতে গত কয়েকদিন ধরে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সর্তকতার জন্য মাইকিং করা হচ্ছে। অনেককে সড়িয়ে আনা হয়েছে।
কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, টানা বর্ষণে পাহাড়ধসে মৃত্যু এড়াতে ঝুঁকিপূর্ণ এলাকায় থাকাদের সরে যেতে মাইকিং করা হয়েছে। ভারী বর্ষণে প্লাবনের আশঙ্কাও রয়েছে। জেলার নদীগুলোতে ঢল নামলে এর ক্ষয়ক্ষতি থেকে নিরাপদ থাকার আগাম প্রস্তুতি নিতে ইউএনওদের নির্দেশনা দেওয়া রয়েছে।