সুপ্রভাত ক্রীড়া ডেস্ক :
গত বছর আইসিসি’র এলিট প্যানেল থেকে অবসর নিয়েছেন আম্পায়ার ইয়ান গুল্ড। ১৩ বছরের কেরিয়ারে আড়াইশোরও বেশি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন তিনি। সেই অভিজ্ঞতা থেকে তার দেখা সেরা ব্যাটসম্যানদের বেছে নিলেন তিনি।
এক ক্রিকেট ওয়েবসাইটে গুল্ড বলেছেন, ‘জাক কালিস, শচীন টেন্ডুলকার ও বিরাট কোহলি। এই তিন জনের ব্যাটিং দেখতে ভাল লাগে। কালিস হল ভেরি ভেরি ফাইন প্লেয়ার। সারাদিন ওর খেলা বসে দেখতে পারি। বিরাটের ক্ষেত্রেও তাই। আর শচীন। নিজের জীবনের জন্য কাউকে ব্যাট করতে হলে আমি শচীনকে চাইব। ওই হবে সেই লোক।’
রিকি পন্টিংয়ের ব্যাটিং সে ভাবে দেখতে পাননি বলে আক্ষেপ রয়েছে গুল্ডের। তিনি বলেছেন, ‘পন্টিংয়ের সেরাটা দেখতে পাইনি। ও ছিল অসাধারণ এক চরিত্র, অসাধারণ ক্যাপ্টেন। গর্বিত একজন অস্ট্রেলীয়। কিন্তু আমি যখন আম্পায়ারিং করতে এলাম তখন পন্টিংয়ের কেরিয়ার শেষের দিকে। তবে ও সাহায্য করতে এগিয়ে আসত। তাই খারাপ লাগছে পন্টিংকে তালিকা দিতে বাদ দিতে।’
খবর : আনন্দবাজার’র।
খেলা