সুপ্রভাত ডেস্ক :
সময়ের জনপ্রিয় দুই টিভি তারকা ফারহান আহমেদ জোভান এবং মুমতাহিনা টয়া অভিনীত কমেডি নাটক ‘নাম বললে চাকরি থাকবে না’। এটি আজ শুক্রবার বিকাল তিনটায় ‘গোল্লাছুট’ ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হচ্ছে। শফিকুর রহমান শান্তানুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন সরদার রোকন। খবর : ঢাকাটাইমস’র।
নাটকের গল্পে দেখা যাবে মারুফ (জোভান) একজন ক্রিয়েটিভ সেলসম্যান। যে কিনা নিজের হাতে তৈরি বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করে। এজন্য সে নিজেকে ‘ক্রিয়েটিভ সেলসম্যান’ দাবি করে। কিন্তু তার অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে তার কোনো পণ্য কেউই কেনে না। প্রোডাক্ট বিক্রি করার জন্য একদিন সে ঢুকে পড়ে শিলার (টয়া) বাসায়। যেখানে গিয়ে সে এক বিপদের মুখে পড়ে। এরপর ঘটতে থাকে একের পর এক নানা মজার ঘটনা।
নাটকে ক্রিয়েটিভ সেলসম্যান ‘মারুফ’ চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। এই অভিনেতা বলেন, ‘এটা মূলত হাসির একটি নাটক। এখানে আমাকে একজন সেলসম্যান হিসেবে দেখা যাবে। পুরোপুরি কমেডি ধাঁচের এ নাটকটির দম আছে। আশা করছি, দর্শকরা বেশ উপভোগ করবে নাটকটি।’
পরিচালক সরদার রোকন বলেন, ‘দর্শক চাহিদার কথা বিবেচনা করে গতানুগতিক ধাঁচের বাইরের একটি কমেডি গল্প নাটকটিতে দেখানো হয়েছে। এর প্রত্যেকটা শিল্পী বেশ আনন্দের সঙ্গে কাজটি করছেন। আশা করছি, শুরু থেকে শেষ পর্যন্ত নাটকটির গল্প দর্শকদের প্রাণ খুলে হাসাবে।’
বিনোদন