ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগাং (ইউএসটিসি) ২৬ এবং ২৭ জুলাই দু’দিন ব্যাপী কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ কর্তৃক গ্রীষ্মকালীন স্কুল কলোকিয়াম-২০২১-এর আয়োজন করা হয়েছে। এই ইভেন্টে ৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থীরা তাদের থিসিস/প্রকল্পের শিরোনাম এবং ৭ম সেমিস্টারের শিক্ষার্থীরা তাদের ফাইনাল ইয়ারের থিসিস/প্রকল্পের পোস্টার উপস্থাপন করেন।
২য় দিবসে ২৭ জুলাই ৮ম সেমিস্টারের শিক্ষার্থীরা অনলাইন প্লাটফর্মে তাদের ফাইনাল থিসিস/প্রকল্প উপস্থাপন করেন।
এই ইভেন্টে ইউএসটিসি’র উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বিশেষ অতিথি ছিলেন।
একাডেমিয়া হতে উদ্বোধনী সেশনের বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. এম মশিউল হক, সভাপতি, আইইইই বাংলাদেশ সেকশন এবং কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. শামসুল আরেফিন, সহ সভাপতি, আইইইই, কম্পিউটার সোসাইটি অব বাংলাদেশ সেকশন।
ইন্ডাস্ট্রি হতে বিশেষ অতিথি ছিলেন ডা. নিক বড়–য়া, সিও অব সুইফ্ট এক্সআই ইনক (একটি জাপানীজ মহাকাশ সংস্থা) এবং নির্বাহী পরিচালক, টি-আইসিইউ কোম্পানী লিমিটেডের (একটি জাপানী সংস্থা নিবিড় পর্যবেক্ষণের বিশেষজ্ঞ দল যেটি দুর হতে ডাক্তারের মেডিকেল সহায়তা প্রদান করেন)। ড. নিক বড়–য়া সুইফটের উন্নত ইউএভি প্রযুক্তিসহ এয়ারস্পেস ইন্ডাস্ট্রিজ সম্পর্কে একটি উপস্থাপনা করেন।
এখানে উল্লেখ্য, সুইফটের চেয়ারম্যান/ সিইও হলেন হিরো মাতসুশিটা, প্যানাসনিকের প্রতিষ্ঠাতা, কনসুক মাতুশিতার নাতি। এখানে ড্রোন একাডেমি হিসেবেও একটি টপিক ছিল যেটি চিফ ড্রোন পাইলট মি. কাজুকি মুরাকামি (এফএএ প্রত্যায়িত) উপস্থান করেন। এই ইভেন্টে সভাপতিত্ব করেন ইউএসটিসি’র কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মি. কাজী নুর-ই-আলম সিদ্দিকী। বিজ্ঞপ্তি
মহানগর