সুপ্রভাত ক্রীড়া ডেস্ক
আলকারাজকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করার পরই দানিল মেদভেদেভ ঘোষণা করেছিলেন, জকোভিচকে এত সহজে জিততে দেবেন না। তিনিও চ্যালেঞ্জ জানাতে পারেন। তবে একই সঙ্গে স্বীকার করেছিলেন, জকোভিচ প্রতি ম্যাচে আগের চেয়ে উন্নতি করেন। এ কারণে ২০২১ সালে ইউএস ওপেনের ফাইনালে জোকারকে হারালেও, এবার আরও কঠিন লড়াই হবে বলেই ধারণা করেছিলেন এই রুশ তারকা। মেদভেদেভের এ কথাই সত্যি হল। ইউএস ওপেনের শিরোপা জিতে নিলেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ। এক কথা হাসতে হাসতে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামে জকোভিচ জিতলেন ৬-৩, ৭-৬ (৭-৫), ৬-৩ গেমে। এ নিয়ে ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন তিনি। ছুঁয়ে ফেললেন মার্গারেট কোর্টকে। দু’বছর আগেও আর্থার অ্যাশ স্টেডিয়ামে ফাইনালে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হয়েছিলেন দু’জন। সেবার এই মেদভেদেভের কাছেই হারতে হয়েছিল জকোভিচকে। ওই ম্যাচের বদলা নেওয়া বাকি ছিল ২৩টি গ্র্যান্ড স্ল্যামের মালিকের। ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের লড়াইয়ে নেমে প্রথম সেটের শুরুতেই মেদভেদেভের সার্ভিস ব্রেক করে দেন জোকোভিচ। সেই সেট তিনি জিতে নেন ৬-৩ ব্যবধানে। মেদভেদেভকে প্রথম সেটে দাঁড়াতেই দিলেন না ৩৬ বছরের জোকোভিচ। খবর জাগোনিউজ’র