সুপ্রভাত ডেস্ক :
বলিউড ইন্ডাস্ট্রির সফল ফ্রাঞ্চাইজিগুলোর মধ্যে অন্যতম ‘হাউসফুল’। এখনও পর্যন্ত এই ছবির চারটি কিস্তি নির্মিত হয়েছে। যার প্রতিটিই ছিলো সুপার-ডুপার হিট এবং বক্স অফিসে শত কোটি রুপির ব্যবসা করেছে। এই সিরিজের সবশেষ ছবি ‘হাউসফুল ফোর’ আয় করেছিলো ২০০ কোটি রুপি।
‘হাউসফুল’ সিরিজের চারটি ছবির সফলতার পর এবার এর পঞ্চম কিস্তি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। যদিও বা বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত দেওয়া হয়নি কোনো আনুষ্ঠানিক ঘোষণা।
চমকপ্রদ তথ্য হলো- ‘হাউসফুল ফাইভ’-এ পাওয়া যাবে ‘হাউসফুল’, ‘হাউসফুল টু’, ‘হাউসফুল থ্রি’ ও ‘হাউসফুল ফোর’-এ থাকা সকল কলাকুশলীদের। তালিকায় রয়েছেন, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, জন আব্রাহাম, জ্যাকলিন ফার্নান্দেজ, অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ, ববি দেওল, পূজা হেগড়ে, কৃতি খারবান্দা ও চিত্রাঙ্গদা সিংকে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে- এরইমধ্যে ছবির চিত্রনাট্য নিয়ে কাজ শুরু করে দিয়েছেন ‘হাউসফুল’ টিম। খবর : বার্তা২৪’র।
বিনোদন
				


















































