সুপ্রভাত ডেস্ক :
ফারুক মইনউদ্দিনের ‘শরীরবৃত্তীয়’ নামের একটি ছোট গল্প অবলম্বনে নির্মিত হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সেলাই জীবন’ নির্মাণ করেছেন সোহেল রানা বয়াতি। চলচ্চিত্রটির চিত্রনাট্য করেছেন অনিক কান্তি সরকার, চিত্রগ্রহণে ছিলেন ফরহাদ হোসেন।
স্বল্পদৈর্ঘ্যটি নিয়ে নির্মাতা বয়াতি বলেন, গার্মেন্টস খাত আমাদের জাতীয় আয়ের একটি বিশাল অংশ সরবরাহ করে। কিন্তু যাদের ঘামে-শ্রমে এই আয় হয়, তাদের জীবন স্বাভাবিকভাবে চলে কি? করোনাকালীন সময়ে তারা মানবেতর জীবন যাপন করছেন। প্রতিদিন ধর্ষিত হওয়ার খবর আসছে কর্মজীবী নারীদের। আবার বিভিন্ন গার্মেন্টসে শিশুরা কাজ করে অস্বাভাবিক পরিবেশে। মানবিক এই গল্পটি সহজভাবে তুলে ধরার চেষ্টা করেছি আমরা।’
বাংলাএক্সপ্রেস ফিল্মস এর ইউটিউব চ্যানেলে আগামী ১৬ জুলাই সন্ধ্যা ৬টায় মুক্তি পাবে ‘সেলাই জীবন’। এমনটাই জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্ণধার পারভেজ চৌধুরী।
চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিমুল খান, জয়িতা মাহলানবীশ, সাজু আহমেদ, নীলা, পাপিয়া, সাদিয়া প্রমুখ।
খবর : চ্যানেলআইঅনলাইন’র।