সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »
আগামী ২৪ আগস্ট বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। এই সফরে টাইগারদের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে অজিরা। আগামী ১ সেপ্টেম্বর প্রথম ম্যাচ। শেষ ম্যাচটি মাঠে গড়াবে আগামী ১০ সেপ্টেম্বর। বাংলাদেশ সফরের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট নিউজিল্যান্ড। তবে এই দলে নেই আগামী টি-টোয়েন্টির বিশ্বকাপের স্কোয়াডে থাকা কোনও ক্রিকেটার। প্রশ্ন উঠছে, বাংলাদেশের কন্ডিশনে কতটুকু পরীক্ষা দিতে পারবে সফরকারীরা?
ঘরের মাঠে বাংলাদেশ বেশ শক্ত প্রতিপক্ষ। নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজে ফেভারিটের তকমা টাইগারদের গায়ে। এর সঙ্গে আছে সম্প্রতি অস্ট্রেলিয়াকে উড়িয়ে দেওয়ার সুখস্মৃতি। সেটিই ভাবাচ্ছে নিউজিল্যান্ডকে। এজন্য বাংলাদেশ সফরে ভিন্ন পরিকল্পনা নিউজিল্যান্ড ক্রিকেট দলের। ঢাকায় পা রাখার আগে সেটিই জানালেন কিউই ক্রিকেটার রাচিন রবীন্দ্র। রবীন্দ্র বললেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটি দেখে মনে হয়েছে এটি স্বাভাবিক টি-টোয়েন্টির কন্ডিশনের চেয়ে বিপরীত। এখানে সম্ভবত ১৩০-১৪০ রান হয়। এটি ভিন্ন একটি পরিকল্পনা হবে। কিন্তু সেখানে মানিয়ে নেয়া এবং শেখাটা রোমাঞ্চকর হবে।’
২০১৬ সালে যুব বিশ্বকাপের আসর বসেছিল বাংলাদেশে। সে সময় নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলতে এসেছিলেন রবীন্দ্র। সে আসরে সুবিধা করতে পারেননি রবীন্দ্ররা। বাংলাদেশের স্পিন নির্ভর স্লো উইকেটে গ্রুপ পর্বেই ইতি ঘটে নিউজিল্যান্ডের। অথচ এর আগে সংযুক্ত আরব আমিরাতে প্রস্তুতিও নিয়েছিল তার দল। সেই সফর থেকে বাংলাদেশের আবহাওয়া ও খাদ্যাভাস সম্পর্কে ধারণা পান রবীন্দ্র। যুবদলের সফরে অর্জন করা সেই অভিজ্ঞা এবার নিংড়ে দিতে চান তিনি। রবীন্দ্র জানান, ‘সেটি এক অন্যরকম অভিজ্ঞতা ছিল। আমরা আগে সংযুক্ত আরব আমিরাতেও খেলেছি কিন্তু বাংলাদেশের পরিস্থিতি অনেক ভিন্ন ছিল। সেখানকার উইকেটে বল টার্ন করে, মন্থর উইকেট হয় এবং সত্যি বলতে আমরা নিজেদের খুব একটা মেলে ধরতে পারি না। এসব আমাকে অনেক কিছু শিখিয়েছিল এবং এই অভিজ্ঞতা আমাকে এবার সহায়তা করবে, এমনকি আবহাওয়া কেমন হবে ও কেমন খাবার খেতে পারব এসবও।’



















































