চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, আর্তমানবতার সেবার চেয়ে উত্তম কাজ আর নেই। যাদের মধ্যে মানবিক মূল্যবোধ কাজ করে তারাই প্রকৃত মানুষ। তিনি বলেন, হতদরিদ্র ও সীমিত আয়ের মানুষেরা এ শীতে কষ্টে দিনযাপন করছে। শীতার্তদের শীতবস্ত্র দেওয়ার মাধ্যমে অসচ্ছল মানুষকে সেবা করার এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এই শীতে করোনার নতুন ধরণ ওমিক্রণের প্রার্দুভাব বৃদ্ধি পাওয়ায় তিনি নগরবাসীকে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলতে ও দ্রুত কোভিড ভ্যাক্সিন নিতে আহ্বান জানান।
গতকাল রোববার আগ্রাবাদ পানওয়ালা পাড়ায় জননেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিদ্দিক রেজওয়ানা ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ওয়েলফেয়ারের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মাহামুদুল হকের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা সাজ্জাদ আলী জুয়েলের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন কাউন্সিলর নাজমুল হক ডিউক, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর জাহেদা বেগম পপি, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. সিরাজুল ইসলাম, আকরাম হোসেন সবুজ, আবদুল মান্নান কাজল, আবদুর রহমান মিয়া, মুহাম্মদ শাহ আলম, জহিরুল ইসলাম, দিদারুল আলম, আকবর আলী, ওসমান গনি আলমগীর, হাফেজ মো. সাহাবুদ্দীন প্রমুখ।
মেয়র আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সময়ে শীত বস্ত্রের অভাবে কাউকে কষ্ট ভোগ করতে হবে না। তারই পথ অনুসরণ করে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, মানবিক সংগঠন ও বিত্তশালীরা সারাদেশে শীতবস্ত্র বিতরণ করছে এবং তা অব্যাহত থাকবে। তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়ন তথা উন্নত বাংলাদেশ গড়তে দেশের প্রত্যেক মানুষের ভাত, কাপড়, মাথাগোঁজার ঠাঁইসহ সকলের জন্য শিক্ষা ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বর্তমান সরকার। তাই তিনি ২০৩০সালের মধ্যে দেশকে উন্নয়নশীল ও ২০৪১সালের মধ্যে উন্নত দেশে রূপান্তর করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি নগরবাসীর উদ্দেশ্যে বলেন, নগরীর জলাবদ্ধতা থেকে পরিত্রাণের জন্য মেগা প্রকল্পের পাশাপাশি চসিকের নিজস্ব উদ্যোগে খাল, নালা-নর্দমা থেকে মাটি ও বর্জ্য উত্তোলন কাজ চলছে। কিন্তু দুঃখজনক হলো পরিস্কার করার পরও একটি অসচেতন মহল আবার ময়লা আবর্জনা ফেলে আগের অবস্থায় ফিরিয়ে আনছে। এধরণের পরিস্থিতি অব্যাহত থাকলে জলাবদ্ধতা থেকে পরিত্রাণ পাওয়া কোনভাবেই সম্ভব নয় বলে তিনি অভিমত ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি
মহানগর