প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল
বিপুল উৎসাহ, উদ্দীপনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের পাঁচলাইশস্থ সিনিয়র স্কুল ও কাতালগঞ্জস্থ জুনিয়র স্কুলে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২২ উদ্যাপিত হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে নেওয়া হয়েছিল মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি; যার মধ্যে ছিল চিত্রাঙ্কন, কুইজ, রচনা, আবৃত্তি ও গানের প্রতিযোগিতা।
সেই সাথে ছিল প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং মুক্তিযুদ্ধের স্থিরচিত্র প্রদর্শনী। স্কুল অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা লে. কর্নেল (অব.) মো. জিয়াউদ্দিন আহমেদ; বীর উত্তম এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা চট্টগ্রাম কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর সুধীর বিকাশ দেব।
স্বাগত বক্তব্য প্রদান করেন সিনিয়র স্কুল উপাধ্যক্ষ জনাব ই.ইউ.এম ইনতেখাব।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও স্কুল অধ্যক্ষকে উত্তরীয় পরিয়ে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
প্রধান অতিথি বলেন, “মুক্তিযুদ্ধের অবসান হলেও মুক্তির যুদ্ধ এখনও শেষ হয়নি। আমাদের মুক্তি পেতে হবে ক্ষুধা, দারিদ্র্য, দুর্নীতি ও সাম্প্রদায়িকতার মত করাল শত্রুর হাত থেকে”। তিনি আশা প্রকাশ করেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে নতুন প্রজন্মের হাত ধরেই বাংলাদেশ ক্ষুধা, দারিদ্র্য, দুর্নীতি ও সাম্প্রদায়িকতা মুক্ত দেশে পরিণত হবে। তাছাড়া মুক্তিযুদ্ধের তাৎপর্য বিশ্লেষণ করে বক্তব্য রাখেন স্কুল পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান আশরাফুল হক খান স্বপন এবং রেক্টর, প্রেসিডেন্সি এডুকেশন ড. ইমাম হাসান রেজা।
জুনিয়র স্কুলে প্রধান অতিথি ছিলেন চবির চারুকলা অনুষদের অধ্যাপক নাসিমা আখতার।
স্বাগত বক্তব্য দেন জুনিয়র স্কুলের উপাধ্যক্ষ ফিরোজ আহম্মদ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্কুল পরিচালনা পর্ষদের সদস্য সচিব জনাব মোঃ গোলজার আলম আলমগীর, অন্যান্য পরিচালকবৃন্দ, উপাধ্যক্ষবৃন্দ, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ
স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ চট্টগ্রামে উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে সংগঠনের কার্যালয় ১৭ ডিসেম্বর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক প্রকৌশলী মৃণাল কান্তি বড়ুয়া।
সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ লিপটন।
সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি নারী নেত্রী হাসিনা জাফর, রুহী মোস্তফা, রিজোয়ান রাজন, সাংগঠনিক সম্পাদক সরোয়ার আমিন বাবু, সেলিনা সফি, দপ্তর সম্পাদক রোকন উদ্দীন আহমেদ, সংগীত সম্পাদক পূনিমা দাশ বেবি, মহিলা সম্পাদক আনোয়ারা আলম, প্রচার সম্পাদক সরিৎ চৌধুরী সাজু, স্বাস্থ্য সম্পাদক রেখা রানী বড়ুয়া, সদস্য কানিজ ফাতেমা, অচিন্ত কুমার দাশ, ফারুক, চিনু নন্দী, মিনু বিশ্বাস, রুমি আক্তার, রেজাউল করিম প্রমুখ।
মুনিরনগর ওয়ার্ড
৩৭ নং মুনিরনগর ওয়ার্ড বিজয় দিবস উদযাপন পরিষদ’র উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে শহীদ মিনারে পুষ্টমাল্য অর্পণ করা হয়।
বিকেলে আলোচনা সভা ৩৭নং মুনিরনগর ওয়ার্ড ‘গ’ ইউনিট আওয়ামীলীগ সভাপতি আমিনুল করিম বাবু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রাশেদ’র পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, বিশেষ অতিথি ছিলেন শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মাহফুজুর রহমান খাঁন, মহানগর ছাত্রলীগের সাবেক পাঠাগার সম্পাদক শওকত হোসেন জগলু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মেজবাহ উদ্দিন আহম্মদ মোর্শেদ।
আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর মোল্লা, আব্দুর রাজ্জাক, বন্দর কর্মচারী পরিষদ(সিবিএ)’র যুগ্ম-সাধারন সম্পাদক সৈয়দ মেজবাহুল ইসলাম, দপ্তর সম্পাদক বিশ্বজিৎ দেব,আওয়ামীলীগ নেতা বিপ্লব শীল, মহানগর ছাত্রলীগ’র সহ-সভাপতি ফররুখ আহমেদ পাবেল, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক আবুল মনসুর টিটু, কবির আহম্মদ, রেলওয়ে শ্রমিক লীগ নেতা খুরশীদ বাদশাহ,বন্দর কর্মচারী পরিষদ নেতা নাসির উদ্দিন শাওন,তানজীব আহসান জিবু, কমার্স কলেজ ছাত্রলীগ নেতা জামাল আহমেদ মাসুম, বন্দর থানা ছাত্রলীগ নেতা রাহাত ইমরান,শান্ত বড়–য়া। বিজ্ঞপ্তি
আমাদের মুক্তি পেতে হবে ক্ষুধা দারিদ্র্য, দুর্নীতির হাত থেকে
বিজয় দিবস উদযাপন