‘আমাদের আরও শিখতে হবে’

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »

সংযুক্ত আরব আমিরাতের কাছেও সিরিজ হারলো বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে টাইগাররা। সিরিজের শেষ ম্যাচে আমিরাতের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে জেতার পর বাকি দুই ম্যাচে হেরেছে টাইগাররা। ফলে সিরিজটা ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সিরিজের শেষ দুই ম্যাচে হতাশাজনক ক্রিকেট খেলেছে দল। হতাশা ঝরেছে অধিনায়ক লিটন দাসের কণ্ঠেও। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটন বলেছেন, ‘অবশ্যই আমরা যথেষ্ট ভালো ছিলাম না, এখানে এলে সবসময় ম্যাচ জেতার ভাবনা নিয়ে আসবেন আপনি। এগুলো আসলে জীবনেরই অংশ। যখন আপনি ক্রিকেট খেলবেন, মাঝেমধ্যে প্রতিপক্ষ অনেক ভালো খেলবে। ফলে তাদেরকেও (আমিরাতকেও) কৃতিত্ব দিতে হবে। ব্যাটিংয়ে আমরা কিছু ভুল করেছি। আজকে আমার মনে হয় আমরা পর্যাপ্ত ভালো রান পাইনি যেমনটা এই উইকেট, কন্ডিশনে ৩ ম্যাচ বিবেচনায় আমরা পেতে চেয়েছিলাম। পরে বল করায় শিশিরও একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল।’
সিরিজ থেকে ইতিবাচকতাও খুঁজতে গিয়ে লিটন বলেন, ‘অবশ্যই পারভেজ (হোসেন) ইমন এবং তানজিদ (হাসান) তামিম (ইতিবাচক ছিল)। কিছু ম্যাচে জাকের (আলী অনিক)-(তাওহিদ) হৃদয়রাও রান করেছে। মাঝের ওভারে কয়েকজন ভালো বল করেছে। তবে আমাদের আরও শিখতে হবে এবং ম্যাচে সেসব কাজে লাগাতে হবে।’
আমিরাতকে নিয়ে লিটন বলেন, ‘তারা আজকে সত্যিই দারুণ খেলেছে। শুরুর দিকে তারা বেশ ভালো বোলিং করায় আমরা বেশি রান করতে পারিনি। ব্যাটিংয়ে তাদের শিশির কিছুটা সাহায্য করেছে হয়ত। তবে তাদের কৃতিত্ব দিতেই হবে। তাদের মধ্যে যে ব্যাট করুক না কেন, কেউই ঘাবড়ে যায়নি।’