নিজস্ব প্রতিবেদক »
দেশের তিনটি জেলায় তিনজন বরেণ্য ব্যক্তির স্মৃতিকেন্দ্র স্থাপনে কাজ করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। তারই অংশ হিসেবে চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াজিশপুর গ্রামে জাতীয় জাদুঘরের শাখা হিসেবে আবদুল হক চৌধুরী স্মৃতিকেন্দ্র তৈরি করা হয়েছে।
গবেষণায় একুশে পদকপ্রাপ্ত চট্টলতত্ত্ববিদ গবেষক ও বীর মুক্তিযোদ্ধা আবদুল হক চৌধুরীর ২৮তম মৃত্যুবার্ষিকীতে গতকাল পরিবারের পক্ষে এ স্মৃতিকেন্দ্রের জন্য ২৬ শতক জমি দানপত্র মূলে হস্তান্তর করেন প্রয়াত মনীষী আবদুল হক চৌধুরীর পুত্র ঘাসফুল চেয়ারম্যান ও চবি. সিনেট সদস্য ড. মনজুর-উল-আমিন চৌধুরী।
১৬ অক্টোবর বাংলাদেশ জাতীয় জাদুঘরের সচিব ও বাংলাদেশ সরকারের যুগ্মসচিব গাজী মো. ওয়ালি-উল-হক স্বাক্ষরিত পত্রের মাধ্যমে আবদুল হক চৌধুরী স্মৃতিকেন্দ্রটি জাতীয় জাদুঘরের শাখা জাদুঘর হিসেবে পরিচালনার বিষয়টি ড. মনজুর-উল-আমিন চৌধুরীকে নিশ্চিত করেন। আবদুল হক চৌধুরী স্মৃতিকেন্দ্রটি বাংলাদেশ জাতীয় জাদুঘরের ৮ম শাখা জাদুঘর।
উল্লেখ্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ইতোমধ্যে এ জমিতে দ্বিতল ভবন নির্মিত হয়েছে।
গবেষণায় অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০১১ সালে মরণোত্তর একুশে পদক পান আবদুল হক চৌধুরী।


















































