‘আফসোসের নাম এম এ আজিজ স্টেডিয়াম’

পরিদর্শন করলেন ক্রীড়া উপদেষ্টা

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক »

‘আফসোসের নাম চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম। ১৯ বছর আগে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ এখানে হয়েছে। রক্ষণাবেক্ষণ নেই, মাঠের বেহাল অবস্থা। গ্যালারি, মাঠ কিংবা প্রবেশপথ, তাকানো যাচ্ছে না কোনদিকেই। বিপিএলের সময় বিদেশি ক্রিকেটাররা এখানেও আসেন অনুশীলন করতে। এবার সংস্কারের ছোঁয়া পড়বে এখানেও।’ চট্টগ্রামের জহুর আহাম্মদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়াম ও এম এ আজিজ স্টেডিয়াম পরির্দশনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ ভেরিফাইড প্যাজে ছবিসহ উক্ত মন্তব্য করে পোষ্ট দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভঁ’ইয়া। পরে চট্টগ্রামের দুই স্টেডিয়ামের উন্নয়ন ও সংস্কার কাজের জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। গতকাল শনিবার সকালে ক্রীড়া উপদেষ্টা এ দুই স্টেডিয়াম পরিদর্শন করেন। এ সময় তিনি এম এ আজিজ স্টেডিয়ামের গ্যালারি ও প্যাভিলিয়নসহ বিভিন্ন সংস্কারের কথা উল্লেখ করেন। এ স্টেডিয়াম দীর্ঘ সময় থেকে খেলাধূলাবিহীন পড়ে আছে জেনে অবিলম্বে মাঠে খেলা আয়োজনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যবস্থা নিতে বলেন। তবে জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি এখনো হয়নি, এতে অনেকটা স্থবির হয়ে আছে চট্টগ্রামেসর ত্রীড়াঙ্গন।
প্রিমিয়ার ও প্রথম বিভাগ ফুটবল লিগ শুরুর প্রস্তুতি শেষ পর্যায়ে ছিল, তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর এ লিগ মাঠে গড়ায়নি। ফুটবল খেলোয়াড় সমিতির কর্মকর্তারা জেলা প্রশাসকের সাথে দেখা করে ফুটবল লিগ শুরুর ব্যবস্থার দাবি জানিয়েছেন। এর আগে ক্রীড়া উপদেষ্টা সকালে চট্টগ্রাম এসে বিমানবন্দর থেকে সরাসরি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যান। সেখানে তিনি স্টেডিয়াম গ্রাউন্ড, গ্যালারি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের চলমান প্রকল্পসমূহ দ্রুত শেষ করতে জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তাদের নির্দেশ দেন। পরবর্তীতে এম এ আজিজ স্টেডিয়ামে এসে বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন। সেখানে কি কি সমস্যা রয়েছে তা নির্ধারণ করতে জাতীয় ক্রীড়া পরিষদ এবং জেলা ক্রীড়া কর্মকর্তাকে নির্দেশ দেন।