সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ৯২ রানে হেরেছে বাংলাদেশ। ম্যাচে আগে বোলিংয়ে নেমেছিল টাইগাররা। উইকেটকিপিংয়ের সময় আঙুলে চোট পান মুশফিক। পরে ব্যাট করতে নেমেছিলেন ৭ নম্বরে। ব্যাট হাতে অবশ্য ভালো কিছু করতে পারেননি। ৩ বলে ১ রান করে আউট হন তিনি। ম্যাচে আচমকা ব্যাটিং ধসে আফগানদের কাছে বড় ব্যবধানে হারে বাংলাদেশ। আঙুলের চোটের কারণে দ্বিতীয় ম্যাচে মুশফিকের না খেলার ব্যাপারে জানা গিয়েছিল আগেই। তবে এবার জানা গেলে দ্বিতীয় এবং তৃতীয় দুই ম্যাচ থেকেই ছিটকে গেছেন মুশফিক। তবে বদলি হিসেবে কাউকে ডাকা হয়নি। স্কোয়াডে থাকা বাকি দুই উইকেটরক্ষক জাকির হাসান এবং জাকের আলী অনিক। লিটন দাস না থাকার ফলে জাকির অথবা জাকের মধ্যে কাউকেই একাদশে নিয়ে কিপিং গ্লাভস তুলে দিতে পারে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে ৯২ রানের পরাজয়ে বর্তমানে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। সিরিজের বাকি দুই ম্যাচ ৯ এবং ১১ নভেম্বর। সিরিজে আশা টিকিয়ে রাখতে হলে দ্বিতীয় ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে।