সুপ্রভাত ডেস্ক »
চিত্রনায়ক-সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের শারীরিক অবস্থা এখন বেশ ভালো। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন এই অভিনেতা অন্যদের কথায় পুরোপুরি সাড়া দেওয়ার পাশাপাশি নিজেও কথা বলছেন।
এদিকে, ফারুকের শারীরিক অবস্থা জানতে যোগাযোগ করা হয় হাসপাতালে অবস্থানরত তার সহধর্মিণী ফারহানা পাঠানের সঙ্গে।
আজ (৩০ সেপ্টেম্বর) দুপুরে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘উনি (ফারুক) এখন বেশ ভালো আছেন। ধীরে ধীরে তার উন্নতি হচ্ছে। তবে আরও সময় লাগবে। অনেকেই আমাকে ফোন দিচ্ছেন উনার বিষয়ে আপডেট জানার জন্য। সবার কাছে আমরা দোয়া চাই। আপনাদের নায়ককে সুস্থ করে দেশে ফিরবো।’
নায়ক ফারুক সাত মাস ধরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন। গত ৪ মার্চ তিনি সিঙ্গাপুরে গিয়েছিলেন।
ফারুকের পুরো নাম আকবর হোসেন পাঠান দুলু। ফারুক নামে বাংলা চলচ্চিত্রে অভিষেক হয় তার। ১৯৪৮ সালের ১৮ আগস্ট সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।



















































