সুপ্রভাত ডেস্ক »
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকালে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালত এ আদেশ দেন।
এদিন ঢাকা মহানগর পুলিশ গোয়েন্দা বিভাগের (ডিবি) ক্যান্টনমেন্ট জোনাল টিমের পুলিশ পরিদর্শক আবু সাঈদ মিয়া আন্দালিভ রহমান পার্থকে আদালতে তুলে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত উভয়পক্ষে শুনানি নিয়ে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন গুলশান গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ মনিরুল ইসলাম। তিনি জানান, কোটা আন্দোলনে উসকানির অভিযোগে পার্থকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
অবশ্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, গতকাল বুধবার (২৪ জুলাই) দিবাগত রাত ১টার দিকেই রাজধানীর গুলশানের বাসা থেকে আন্দালিভ রহমান পার্থকে আটক করা হয়। পার্থকে আটকের প্রতিবাদ ও নিন্দাও জানিয়েছেন বিএনপির এই নেতা।