আজ চট্টলতত্ত্ববিদ আবদুল হক চৌধুরীর ১০২তম জন্মদিন

গবেষণায় মরণোত্তর একুশে পদক প্রাপ্ত মুক্তিযোদ্ধা বুদ্ধিজীবী ও চট্টলতত্ত্ববিদ আবদুল হক চৌধুরীর ১০২তম জন্মদিন আজ। আবদুল হক চৌধুরীর জন্ম ২৪ আগস্ট ১৯২২ ও মৃত্যু ২৬ অক্টোবর ১৯৯৪। তাঁর রচিত ও প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১২টি। প্রখ্যাত ইতিহাসবিদ ড. আবদুল করিমের সম্পাদনায় বাংলা একাডেমি আবদুল হক চৌধুরী, রচনাবলী ১ম ও ২য় খন্ড প্রকাশ করেছে। তৃতীয় খন্ডের প্রস্তুতি চলছে।

‘চট্টগ্রামের সমাজ ও সংস্কৃতি এবং ‘শহর চট্টগ্রামের ইতিহাসের’ তিনি পথিকৃৎ ইতিহাসবিদ। তাঁর গবেষণার বিষয় চট্টগ্রাম, আরাকান ও সিলেট অঞ্চলের ইতিহাস, সংস্কৃতি, সাহিত্য ও প্রত্নতত্ত্ব। আবদুল হক চৌধুরীর গবেষণা দেশে বিদেশে ইতিহাসবিদ, সমাজবিজ্ঞানী, নৃবিজ্ঞানী, প্রত্নতত্ত্ববিদ ও সাহিত্য গবেষকদের নিকট অতিউচ্চমাত্রায় আসীন। জীবদ্দশায় ও মরণোত্তর তিনি দেশে বিদেশে প্রচুর সম্মাননা ও পদক পেয়েছেন।

সরকার আবদুল হক চৌধুরীর স্মৃতিতে রাউজানের নোয়াজিশপুরে বাংলাদেশ জাতীয় জাদুঘরের শাখা আবদুল হক চৌধুরী স্মৃতি কেন্দ্র ও সংগ্রহশালা স্থাপন করেছেন- যা প্রয়োজনীয় জনবল ও আনুষঙ্গিক প্রস্তুতির পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।

১০২তম জন্মদিন উপলক্ষে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও পরিবারের পক্ষ থেকে কবরে পুস্পার্ঘ অর্পণ, খতমে কোরআন, ফাতেহা পাঠ ও এতিমদের মাঝে তবারুক বিতরণসহ রয়েছে নানা আয়োজন।