দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেছেন, ‘জৈষ্ট্যের খরতাপে মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে। লোডশেডিংয়ে মানুষ দুর্বিষহ অবস্থার মধ্যে পড়েছে। বিদ্যুৎখাতে সরকারের নজিরবিহীন দুর্নীতির কারণে বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ ব্যবস্থায় চরম সংকট তৈরি হয়েছে। বর্তমানে দিনে রাতে ৬/৭ ঘণ্টার বেশি বিদ্যুৎ থাকেনা। বর্তমানে বিদ্যুৎ দুর্নীতির প্রধান খাতে পরিণত হয়েছে। লোডশেডিংয়ের জন্য গণবিরোধী নীতিই দায়ী’।
তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরীর আগ্রাবাদ বিদ্যুৎ অফিসের সামনে সারাদেশে অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎখাতে দুর্নীতির প্রতিবাদে দক্ষিণ জেলা বিএনপির কেন্দ্রঘোষিত অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদানকালে এসব কথা বলেন।
গতকাল সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত বিদ্যুৎ অফিসের সামনে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ অবস্থান নেন। দুপুর ১২ টায় বিএনপি নেতা আবু সুফিয়ান ও এনামুল হক এনামের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল বিদ্যুৎ অফিসে প্রধান প্রকৌশলী রেজাউল করিমকেস্মারকলিপি প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম, নগর বিএনপির যুগ্ম আহবায়ক এস এম সাইফুল আলম, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইদ্রিস মিয়া চেয়ারম্যান, আবদুল গাফ্ফার চৌধুরী, এস এম মামুন মিয়া, নাজমুল মোস্তফা আমিন, মোস্তাফিজুর রহমান, আবু মো. নিপার, খোরশেদ আলম, মঈনুল আলম ছোটন, জিয়া উদ্দীন আশফাক, জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর, মন্জুর আলম তালুকদার,জমির উদ্দীন চৌধুরী মানিক, লোকমান আহমেদ, রেজাউল হক চৌধুরী, মাহমুদুর রহমান মাধু, মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, আবুল কালাম আবু, ইফতেখার হোসেন, শওকত উছমান, শফিকুল ইসলাম রাহী, নুরুল আবছার, জান্নাতুল নাঈম চৌধুরী রিকু, মোহাম্মদ মহসিন, মহসিন চেয়ারম্যান, সাইফুদ্দিন আহমেদ, আবদুল মাবুদ, হাজী আবুল কাশেম, ইব্রাহিম সওদাগর, আকতার হোসেন, গোলাম মঈনুদ্দিন, হামিদুর রহমান পিয়ারু প্রমুখ।