সুুপ্রভাত ক্রীড়া ডেস্ক :
ম্যাচ শুরু হতে বাকি ছিল কয়েক ঘণ্টা। এর আগে দুঃসংবাদ পেল ভারত দল। করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন স্পিনিং অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়া। এতে একদিন পিছিয়ে দেওয়া হয়েছে লঙ্কানদের বিপক্ষে দলটির দ্বিতীয় টি-টোয়েন্টি। ক্রুনালের কোভিড-১৯ পজিটিভ ফল আসার বিষয়টি গতকাল মঙ্গলবার বিসিসিআই ও শ্রীলঙ্কা ক্রিকেট নিশ্চিত করেছে। এদিন বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় কলম্বোয় হওয়ার কথা ছিল দুই দলের দ্বিতীয় টি-টোয়েন্টি। যা এখন হবে বুধবার।
তৃতীয় টি-টোয়েন্টির সূচিতে আসেনি কোনো পরিবর্তন। আগের মতোই আগামী বৃহস্পতিবার হবে এই ম্যাচ।
গত সোমবার করানো পিসিআর টেস্টে ক্রুনালের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার খবর আসে মঙ্গলবার সকালে। তার সঙ্গে ঘনিষ্ঠ সংস্পর্শে আসা আট খেলোয়াড়কে টিম হোটেলে আইসোলেশনে থাকতে বলা হয়েছে। ভারতের পুরো দলকে মঙ্গলবার আবারও করোনাভাইরাস পরীক্ষা করানোর কথা জানিয়েছে বিসিসিআই।
শ্রীলঙ্কা দলের সবার ফলই নেগেটিভ এসেছে। বুধবার সকালে আরেকটি পরীক্ষা হবে তাদের।
লঙ্কানদের তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারিয়েছে ভারত। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৩৮ রানে জিতে এগিয়ে আছে সফরকারীরা। খবর বিডিনিউজের