আওয়ামী লীগ-বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই

রেলওয়ে শ্রমিক পার্টির সভায় মাহমুদুল ইসলাম

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র, সাবেক সাংসদ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব মাহমুদুল ইসলাম চৌধুরী বলেছেন, জাতীয় পার্টি আওয়ামী লীগকে চার চারবার সমর্থন দিয়ে ক্ষমতায় বসিয়েছে। মুক্তিযুদ্ধের শক্তি ক্ষমতায় থাকার প্রয়োজনে। যাতে মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তি জামায়াত-বিএনপি ক্ষমতায় আসতে না পারে।

আওয়ামী লীগ-বিএনপি’র মাঝে কোনো পার্থক্য নেই। টাকার এপিঠ-ওপিঠ, এরা জনগণের সম্পদ লুটেরা। জাতীয় পার্টি সমর্থন না করলে আওয়ামীলীগ একদিনও ক্ষমতায় থাকার শক্তি নাই থাকতে পারবে না। তিনি বলেন, রাষ্ট্র ধর্ম ইসলাম, জুমাবার সাপ্তাহিক ছুটি, জন্মাষ্টমী ছুটি, শত্রু সম্পত্তি রহিতকরণ আইন, সাভার স্মৃতিসৌধ, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এবং বাংলাদেশের ইতিহাসে প্রথম শ্রমিক কর্মচারিদের জীবনমান উন্নয়নে গ্র্যাজুয়েটি ভাতা, বাসস্থান, চিকিৎসা ভাতাসহ সবকিছু পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টি সরকার করেছেন। সাহস থাকলে শুক্রবার সাপ্তাহিক ছুটি বাতিল করার চেষ্টা করে দেখুন। দেশে উন্নয়ন উৎপাদনে রাজনীতি, সুশাসন, ন্যায়বিচার, ভোটাধিকার প্রতিষ্ঠা করেছে জাতীয় পার্টি সরকার। বর্তমানে জনগণের ভোটাধিকার নেই। এখন দিনের ভোট রাতে হয়ে যায়।

গতকাল বাংলাদেশ রেলওয়ে জাতীয় শ্রমিক পার্টি কেন্দ্রীয় কমিটি আয়োজিত চট্টগ্রাম পুরাতন রেল স্টেশনস্থ কেন্দ্রীয় ক্যাম্প কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা, মিলাদ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুল ইসলাম চৌধুরী উপরের কথা বলেন।

রেলওয়ে জাতীয় শ্রমিক পার্টি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. নুরুন্নবী’র সভাপতিত্বে দপ্তর সম্পাদক আইয়ুব বাবুলের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য নাছির উদ্দিন ছিদ্দিকী, শওকত আকবর, শ্রমিক পার্টি নগর সভাপতি মো. ওসমান খান। প্রধান বক্তা ছিলেন রেলওয়ে জাতীয় শ্রমিক পার্টি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পিন্টু। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় যুবসংহতি চট্টগ্রাম নগর আহ্বায়ক অধ্যাপক নুরুল বশর সুজন, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি নগর আহ্বায়ক জহুরুল ইসলাম রেজা, জাতীয় কৃষক পার্টি আহ্বায়ক এনামুল হক বেলাল, জাতীয় শ্রমিক পার্টি বিভাগীয় সাধারণ সম্পাদক মো. সেলিম, গাজী লিয়াকত আলী, সাংস্কৃতি পার্টি নগর সম্পাদক সাদাত হোসেন স্বপন, জাতীয় ছাত্রসমাজ নগর আহ্বায়ক শরিফুল মোল্লা নিরব, রেলওয়ে জাতীয় শ্রমিক পার্টি সহ-সভাপতি বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, আইয়ুব খান, আবুল বশর, মো. মোজাম্মেল হক, মো. হোসেন বাচ্চু, গাজী আবদুর রহমান দুলাল, আশরাফ হোসেন ভূঁইয়া, ইকরামুল হক চৌধুরী, মো. আইনুল, ছাত্র সমাজ নেতা ওসমান গণি চৌধুরী, জ্যাকসন সুশীল, মাঈনুদ্দিন রায়হান, দবিরুল আলম প্রমুখ। বিজ্ঞপ্তি