আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ সচিবালয়ে চলছে স্বাভাবিক কাজ

সুপ্রভাত ডেস্ক »

কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির মধ্যেও সচিবালয়ের সব অফিসেই স্বাভাবিক কাজ-কর্ম চলছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে সচিবালয়ে এমন চিত্র দেখা গেছে।

এদিন সকালে সচিবালয়ের গেটে পুলিশের পাশাপাশি অবস্থান নেয় বিজিবি ও আনসার সদস্যরা। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নিরাপত্তার কড়াকড়ি কিছুটা শিথিল করা হয়।

সচিবালয়ের ১ ও ২ নম্বর গেট ছাড়া অন্য সব গেট বন্ধ রাখা হয়েছে। প্রবেশের সময় কর্মকর্তাদের পরিচয় নিশ্চিত করে তবেই প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। কারও সঙ্গে ব্যাগ থাকলে তা মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হচ্ছে। কোনো দর্শনার্থীকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। তবে বৃহস্পতিবার হওয়ায় এমনিতেই দর্শনার্থীদের প্রবেশ বন্ধ ছিল।

সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে দেখা গেছে, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি স্বাভাবিক। তবে অনেক কর্মকর্তা ব্যক্তিগত গাড়ি নিয়ে আসেননি। ফলে সচিবালয়ের ভেতরে গাড়ির চাপ তুলনামূলক কম ছিল। চার নম্বর ভবনের উত্তর পাশে গাড়ি রাখার স্থানও অনেকটা ফাঁকা দেখা গেছে।

আতঙ্কে অনেকে ব্যক্তিগত গাড়ি আনেননি; বিকল্প উপায়ে তারা অফিসে এসেছেন বলে জানা গেছে।

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায়ের তারিখ বৃহস্পতিবার ঘোষণা করা হয়। তারিখ ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচি ঘিরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যানবাহনে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।