‘অ্যাপের মাধ্যমে আসা নারী নির্যাতনের অভিযোগ এফআইআর হিসেবে গণ্য হবে’

সুপ্রভাত ডেস্ক »

নারী হেনস্তা ও নির্যাতনের অভিযোগ হেল্প মোবাইল অ্যাপসের মাধ্যমে করা হলে তা প্রাথমিক তথ্য না এফআইআর হিসেবে আমলে নেয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী।

শনিবার (১৫ মার্চ) সকালে ডেইলি স্টার ভবনে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, নারী হয়রানি ও নির্যাতনের ঘটনা মিডিয়ায় যতটুকু প্রকাশিত হয় তার চেয়ে বাস্তবে অনেক বেশি ঘটে। তাই অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি বেসরকারি বিভিন্ন সংস্থাকেও এগিয়ে আসতে হবে।

বিজেসি চেয়ারম্যান রেজওয়ানুল হক রাজা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।