অ্যাডহক কমিটিতে ক্রীড়া সাংবাদিক ও ছাত্র প্রতিনিধি

সুপ্রভাত স্পোর্টস ডেস্ক »

এতদিন দেশের বিভিন্ন জেলা, বিভাগীয় ও উপজেলা ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি গঠন হলেও স্থান হয়নি খেলাধূলার প্রসার ও উন্নয়নে অনন্য ভূমিকা রাখা ক্রীড়া সাংবাদিকদের। কিন্তু শেষ পর্যন্ত বর্তমান অন্তর্বর্তী সরকার ক্রীড়া সাংবাদিকদের মূল্যায়ন করে অ্যাডহক কমিটিতে রাখার নির্দেশনা দিয়ে গতকাল জাতীয় ক্রীড়া পরিষদ প্রজ্ঞাপন জারি করেছে।

গত ২১ আগস্ট এক প্রজ্ঞাপনে দেশের সব বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের ক্রীড়া সংস্থা ও মহিলা ক্রীড়া সংস্থার বিদ্যমান কমিটি ভেঙ্গে দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সে জায়গায় মন্ত্রণালয় অ্যাডহক কমিটি গঠনের নির্দেশনা দেওয়ার ৬ দিন পর গতকাল (মঙ্গলবার) আরেক প্রজ্ঞাপনে ক্রীড়া সংস্থাগুলোর অ্যাডহক কমিটি গঠনের নির্দেশনা দিয়েছে। পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে কমিটিগুলো নিদিষ্ট ৭ সদস্যের কারা কারা থাকবেন তা উল্লেখ করে দেয়া হয়েছে।

পদাধিকার বলে বিভাগীয় ক্রীড়া সংস্থার আহবায়ক হবেন বিভাগীয় কমিশনার, সদস্য সচিব যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক, জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক হবেন জেলা প্রশাসক, সদস্য সচিব জেলা ক্রীড়া কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক হবে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সদস্য সচিব উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা।

প্রত্যেকটি কমিটি হবে ৭ সদস্যের। প্রতিটি কমিটিতে সদস্যদের মধ্যে দুইজন হবেন সরাসরি ক্রীড়া সম্পৃক্ত ব্যক্তি। যেমন- খেলোয়াড়, কোচ, রেফারি। স্থানীয় প্রেক্ষাপটে সর্বজন গ্রহণযোগ্য ক্রীড়ানুরাগী কিংবা ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তি থেকে হবেন একজন সদস্য। ক্রীড়া সম্পৃক্ত সংগঠক বা ছাত্র প্রতিনিধি থাকবেন একজন। আরেকজন সদস্য হবেন ক্রীড়া সাংবাদিক। অ্যাডহক কমিটি গঠন করে তা অনুমোদনের জন্য জাতীয় ক্রীড়া পরিষদে প্রেরণের নির্দেশনা দেওয়া হয়েছে।