নিজস্ব প্রতিবেদক »
নগরীর বন্দরটিলা ও নেভী হাসপাতাল গেইট এলাকায় ফুটপাত ও রাস্তার দুই পাশে গড়ে উঠা অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সিটি করপোরেশন। এ সময় অবৈধভাবে রাস্তায় ব্যবসা করার অপরাধে ৩ ব্যক্তিকে ১৫ হাজার টাকা ও ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা করার অপরাধে ৩ ব্যক্তিকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল বৃহস্পতিবার চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী’র নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে অংশ নেন মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাসেম। এ সময় ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা।