দেশের তিন বিমানবন্দরে পিসিআর ল্যাব স্থাপনে প্রধানমন্ত্রীর নির্দেশনা অবিলম্বে বাস্তবায়ন করতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মো. মাহবুব আলীর নিকট অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।
১৩ সেপ্টেম্বর সুজনের বাসভবনে আরব আমিরাত প্রবাসীরা উপরের বিষয়ে মতবিনিময় করতে আসলে তিনি মুঠোফোনে মন্ত্রীর নিকট এ অনুরোধ রাখেন।
এসময় তিনি বলেন, করোনাকালীন সময়ে ছুটিতে আসা প্রবাসীরা বিমানবন্দরসমূহে পিসিআর টেস্টের ব্যবস্থা না থাকার কারণে যথাসময়ে তাদের কর্মস্থলে ফিরে যেতে পারছে না। পিসিআর ল্যাব স্থাপনে সময়ক্ষেপণের ফলে অনিশ্চয়তায় রয়েছেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসীরা। তিনি দ্রুত সময়ের মধ্যে বিমানবন্দরসমূহে পিসিআর ল্যাব স্থাপন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অন্যদের মধ্যে প্রকৌশলী মহিউদ্দিন বেলাল রনি, নেওয়াজ কবির, জয়নাল উদ্দিন জাহেদ, মো. আরিফ, মো. রেজা, মো. গিয়াস এসময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি