সুপ্রভাত ক্রীড়া ডেস্ক :
বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে বলা হয় দেশ সেরা ব্যাটসম্যান। তিন ফরম্যাটেই দেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। তবে চলতি বছর যেকোনো এক ফরম্যাট থেকে অবসর নেবেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক।
এক্ষেত্রে টি-২০ ফরম্যাট থেকেই তামিমের অবসর নেয়ার সম্ভাবনা বেশি। আগামী অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হবে টি-২০ বিশ্বকাপ। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের সর্বোচ্চ মর্যাদার আসরটি খেলেই অবসর ঘোষণা দিতে পারেন তিনি।
সম্প্রতি দেশের এক অনলাইন পোর্টালকে দেয়া সাক্ষাৎকারে তামিম বলেন, টি-২০ বিশ্বকাপ খেলে হয়তো আমি টি-২০ ক্রিকেট থেকে অবসর নেব। যদি চিন্তা করি পরবর্তী আরো ৪-৫ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে চাই সেক্ষেত্রে তিনটা ফরম্যাট আমার মনে হয় না এক সঙ্গে খেলতে পারব। এটা সম্ভব নয়। কাজেই আমাকে যেকোনো দুইটা ফরম্যাট বেছে নিতে হবে যা আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ।
তিনি আরো বলেন, আমি আগে ভাববো দলে কোন দুই ফরম্যাটে প্রভাব বিস্তার করতে পারব। ওই দুই ফরম্যাট আমার বেছে নিতে হবে। এটা এখনো হতে পারে বা এখন থেকে ৬ মাস পরেও হতে পারে। এমনও হতে পারে যে দুই ফরম্যাটে না খেলে আমি এক ফরম্যাট খেলব। খবর : ডেইলিবাংলাদেশ’র।
খেলা