নিজস্ব প্রতিবেদক :
বিদেশ থেকে পার্টস এনে অনুমোদন ছাড়া গাড়ি তৈরির অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে ঈদগাহ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন, মো. নাছির উদ্দিন প্রকাশ রনি (৩২), মো. জহির উদ্দিন (৪৫) ও মো. নুরুজ্জামান (২২)।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম জোন) আবু বকর সিদ্দিক জানান, গ্রেফতার ব্যক্তিরা প্রতারণা পূর্বক গাড়ির কাগজপত্র সংগ্রহ করে জালিয়াতির মাধ্যমে গাড়ির নম্বর প্লেট, ইঞ্জিন ও চ্যাসিস নং খুদাই করে অসৎ উদ্দেশ্যে গাড়ি ক্রয় বিক্রয় করত তারা। রাজস্ব ফাঁকি দিয়ে তারা জালিয়াতির মাধ্যমে গাড়ি তৈরি করে সাধারণ মানুষের কাছে বিক্রি করত। এতে প্রতারণার শিকার হচ্ছিল সাধারণ মানুষ।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।