সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »
ইংল্যান্ড জাতীয় দলের পরবর্তী টেস্ট অধিনায়ক হতে রাজি নন পেসার স্টুয়ার্ট ব্রড। ব্যর্থতার দায়ে সমালোচনার মুখে পড়ে সম্প্রতি ইংল্যান্ডের টেস্ট অধিনায়কের পদ থেকে পদত্যাগ করেন জো রুট। সর্বশেষ অ্যাশেজ সিরিজে ৪-০ ব্যাবধানে হারের পর ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে হারে ইংল্যান্ড।
২০১৭ সালে অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করেছিলেন রুট। পাঁচ বছরে ইংল্যান্ডকে ৬৪টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন তিনি। জয় ২৭টি ও হার ২৬টি। ড্র ১১টি। পরিসংখ্যান মতে ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ ও জয়ের রেকর্ড রুটেরই। তবে সর্বশেষ ১৭টি টেস্টে রুটের অধীনে মাত্র ১টি জয় পেয়েছে ইংল্যান্ড। খবর ডেইলি বাংলাদেশের। রুটের সরে যাওয়ায়, ইংল্যান্ডের অধিনায়ক হবার দৌড়ে এগিয়ে আছেন অলরাউন্ডার বেন স্টোকস ও পেসার ব্রড। তবে অধিনায়কত্ব করার কোন আগ্রহই নেই ব্রডের। তিনি জানান, যেখানে দলে নিজের স্থানই নিশ্চিত নয় তবে কেন অধিনায়ক হবেন!দ্য মেইলকে ৩৫ বছর বয়সী পেসার ব্রড বলেন, টেস্ট দলের পরবর্তী অধিনায়ক হিসাবে আমাকে নিয়ে আলোচনা হচ্ছে। অনেকেই আমার নাম বলছেন। সেটির প্রধান কারণ আমার অভিজ্ঞতা। বহু বছর ধরে জাতীয় দলে খেলছি। কিন্তু এখন এই বিষয়ে আমি কিছু ভাবতে চাই না। কারণ টেস্ট দলে আমার জায়গা পাকা নয়। সব ম্যাচে খেলার সুযোগও পাই না। তা হলে আমি কিভাবে অধিনায়ক হবো। আমার লক্ষ্য হলো, নটিংহামশায়ারের হয়ে আগামী কয়েক সপ্তাহে বেশ কিছু উইকেট শিকার করা। রুটের জায়গায় অধিনায়ক হিসেবে স্টোকসই যোগ্য বলে মনে করেন ব্রড। তিনি বলেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি, এই মুহূর্তে ইংল্যান্ডের অধিনায়ক কে হবে সেটি নিয়ে ভোট হলে, দু’জনের নামই উঠে আসবে। একজন রুট। অন্যজন স্টোকস। রুট সরে যাওয়ায়, এই পদের জন্য স্টোকস ছাড়া আর কেউ নেই। এদের মধ্যে রুট দায়িত্ব ছেড়ে দেয়ায়, আগামী ২ জুন গ্রীষ্মের প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে অধিনায়ক থাকবেন না।