শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, বর্তমান সরকার অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির অধিকার রক্ষায় বদ্ধপরিকর। তাদের আবাসন ও কর্মসংস্থানের ব্যাপারে সহযোগিতা দিচ্ছে। তাদের জীবনমান উন্নয়নে কাজ করছে।
তিনি আরও বলেন- অটিজম শিশুদের শিক্ষা গ্রহণের ক্ষেত্রে বয়সের বাধা দূর করা হবে।
শিক্ষা উপমন্ত্রী গতকাল সমাজসেবা অধিদপ্তর, চট্টগ্রাম এর উদ্যোগে শিল্পকলা একাডেমিতে ১৫তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শিক্ষা উপমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার দেশের দুস্থ, দরিদ্র, অসহায় শিশু, প্রতিবন্ধী, কিশোর-কিশোরী, স্বামী পরিত্যক্ত নারী ও প্রবীণসহ সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতাসহ বিভিন্ন ভাতা প্রবর্তন করেছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাজমুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক নুসরাত সুলতানা।
মোহাম্মদ আলমগীর ও সাবরিনা রহমান লিনার যৌথ সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয় চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ ওয়াহিদুল আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোস্তফা মোস্তাকুর রহিম খান, প্রফেসর (ডা.) বাসনা মুহুরী, ডা. ফাহমিদা আক্তার চৌধুরী, লায়ন সৈয়দ মোহাম্মদ মোর্শেদ হোসেন ও নারীনেত্রী জেসমিন সুলতানা পারু। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপপরিচালক হাসান মাসুদ, সহকারী পরিচালক মোহাম্মদ শাহী নেওয়াজ, পিএইচটিসির অধ্যক্ষ মোহাম্মদ কামরুল পাশা ভুঁইয়া, আরটিসির অধ্যক্ষ মো. আফতাব উদ্দিন চৌধুরী, সহকারী পরিচালক শাহনাজ পারভীন, সমাজসেবা অফিসার মো. আশরাফ উদ্দিন, যোবায়ের আলম, পারুমা বেগম, তাসনিম আকতার, মুজাহিদুল ইসলাম ও দেলোয়ার হোসাইন।
এরপর প্রধান অতিথি চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার ও প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করেন। শেষে অটিজম শিশুদের অংশগ্রহণে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজ্ঞপ্তি