সুপ্রভাত ডেস্ক »
বাংলাদেশের রপ্তানি আয় গত বছরের নভেম্বরের চেয়ে চলতি বছরের নভেম্বরে ১৫.৬৩ শতাংশ বেড়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ তথ্য জানিয়েছে।
ইপিবির তথ্যমতে, গত নভেম্বরের চেয়ে ৫৫৬ মিলিয়ন ডলার বেড়ে এ নভেম্বরে রপ্তানি আয় দাঁড়িয়েছে ৪.১২ বিলিয়ন ডলার।
নভেম্বর মাসে পোশাক খাতে আয় বেড়েছে ১৬.২৫ শতাংশ এবং রপ্তানি আয় হয়েছে ৩.৩০ বিলিয়ন ডলার।
পোশাক খাত ছাড়াও অন্যান্য শিল্পেও রপ্তানি আয় উল্লেখজনক পরিমাণ বেড়েছে। হিমায়িত ও তাজা মাছ রপ্তানি ১৫ শতাংশেরও বেশি, কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য প্রায় ১৬ শতাংশ, ওষুধ শিল্পে ৫২ শতাংশেরও বেশি, প্লাস্টিক পণ্যে ৩২.৫৭ শতাংশ এবং পাট ও পাটজাত পণ্যের রপ্তানি আয় প্রায় ৬ শতাংশ বেড়েছে।
এছাড়াও চামড়া ও চামড়াজাত পণ্যে ১২৫ শতাংশ, প্রিন্টিং উপকরণে ১২০ শতাংশ, জাহাজ, নৌকা ও নৌ-যান উপকরণের রপ্তানি আয় সাড়ে ১০ হাজার শতাংশ বেড়েছে। তবে গত বছরের একই সময়ের চেয়ে চলতি বছরের নভেম্বরে কাঁচ ও কাঁচের তৈরি পণ্য রপ্তানি কমেছে ৬৫ শতাংশ।
বেশ কিছু খাতে রপ্তানি আয় বাড়লেও সার্বিকভাবে নভেম্বর মাসের রপ্তানি আয় গত অক্টোবরের চেয়ে কমই রয়ে গেছে। ইপিবির তথ্যমতে, গত অক্টোবরে রপ্তানি আয় আগের বছরের একই সময়ের চেয়ে ২১ শতাংশ বেশি ছিল।