সুপ্রভাত ডেস্ক :
দেশে ১ লক্ষ ৩১ হাজারেরও বেশি লোক মারা গিয়েছেন। প্রতিদিন নতুন করে করোনা-সংক্রমিত ৫০ হাজার। কিন্তু তাতে কী! স্ত্রী মেলানিয়াকে নিয়ে মাউন্ট রাশমোরে উপস্থিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ ৪ জুলাই, স্বাধীনতা দিবসকে স্বাগত জানাতে আগের রাতেই আকাশ ছোঁবে আতসবাজির রোশনাই। সাক্ষী থাকবেন আনুমানিক সাড়ে ৭ হাজার লোক।
রিপাবলিকান সরকার জানিয়েছে, চিন্তার কিছু নেই। স্বাভাবিক সময়ে এখানে এক দিনে ২৮ থেকে ৩২ হাজার মানুষ ভিড় করেন। অতিমারি পরিস্থিতিতেও পার্ক খোলা রয়েছে। তবে লোক কম আসছে (গড়ে ২০ হাজার)। সেই তুলনায় শুক্রবার রাতের অনুষ্ঠানে সাড়ে ৭ হাজার সংখ্যাটা খুবই কম বলে মনে করছে ট্রাম্প প্রশাসন। তাই পারস্পরিক দূরত্ববিধিও মানা হবে না। রিপাবলিকান গভর্নর ক্রিস্টি নোয়েম বলেন, ‘‘যাঁদের ভয় করছে, তাঁরা বাড়িতে থাকুন। কিন্তু যাঁরা উৎসুক, তাঁরা এলে বিনামূল্যে মাস্ক দেওয়া হবে। তবে পরতেই হবে এমন নয়। পারস্পরিক দূরত্ব অবশ্য মানা হবে না।’
কেন? পার্কের টেলিফোন লাইনে যান্ত্রিক স্বরেও ভেসে উঠছে এর জবাব— ‘‘এই মুহূর্তে এ অঞ্চলে পারস্পরিক দূরত্ববিধির কোনও প্রয়োজন নেই।’’ সাউথ ডাকোটায় সংক্রমিতের সংখ্যা তুলনায় কম, ৬৮৯৩ জন। মারা গিয়েছেন ৯৭ জন। কিন্তু মাউন্ট রাশমোরের অনুষ্ঠানে তো বিভিন্ন প্রদেশ থেকে অতিথিরা আসছেন! এই আশঙ্কার জবাব নেই।