চবি সংবাদদাতা :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নির্মাণাধীন মেরিন সায়েন্স ফ্যাকাল্টিতে কর্মরত শ্রমিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে।সোমবার রাত সোয়া আটটার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, হামলাকারীরা ছাত্রলীগের নাম ব্যবহার করে কর্মরত শ্রমিকদের মারধর করে এবং নির্মাণকাজ বন্ধের হুমকি দেয়। নির্মাণকাজ বন্ধ না করলে প্রাণনাশের হুমকিও দেয়া বলে অভিযাগ পাওয়া গেছে।
মঙ্গলবার বিষয়টি সুপ্রভাতকে জানিয়েছেন মেরিন সায়েন্স ফ্যাকাল্টির নির্মাণ প্রকল্পের পরিচালক মোহাম্মদ নাইমুল ইসলাম। তিনি বলেন, কাজ চলাকালীন সময় হঠাৎ দেশীয় অস্ত্রসস্ত্রসহ বেশ কয়েকজন ছেলে প্রবেশ করে শ্রমিকদের মারধর শুরু করে। এসময় তারা এই বলে হুমকি দেয় যে, “আমরা এখানকার ছাত্রলীগের কর্মী। আমরাই প্রধানমন্ত্রী, আমরাই এখানকার সব। আমাদের কথা ছাড়া এখানে কোনো কাজ চলতে দেয়া যাবে না।”
এসময় হামলাকারীরা সিসিটিভি ক্যামেরা ও বেশ কয়েকটি কম্পিউটার ও চেয়ার টেবিল ভাঙচুর করে।
নাইমুল ইসলাম আরো বলেন, এর আগের দিন সোমবার ওই হামলাকারীরা এসে কাজ চলতে দেয়া যাবে না বলে একই রকম হুমকি ধামকি দিয়েছিল।
তিনি বলেন, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু এখনো পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয় নি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এসএম মনিরুল হাসান সুপ্রভাতকে বলেন, বিষয়টি জানার সাথে সাথে আমার ঘটনাস্থলে উপস্থিত হই।
তিনি বলে, লিখিত অভিযোগ আমরা পেয়েছি, তবে সেখানে সুস্পষ্ট কোনো তথ্য উল্লেখ করা হয় নি। যার কারণে আমরা কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারি নি। সুস্পষ্ট তথ্য পেলেই আমরা ব্যবস্থা নেব।