নকলচেরি ধ্বংস

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে নকল চেরি ধ্বংস করা হয়

 

নিজস্ব প্রতিবেদক :
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয় বাজার তদারকি অভিযান পরিচালনা করেছেন। বুধবার (২০ মে) বেলা ১১টার দিকে নগরীর বাগগোনাবাজার, হাইলেভেল রোড, চাঁনমারী বাজার, লালখান বাজার, পাঠানটুলী বাজার ও টি এন্ড টি বাজার এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালিত হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন (সিএমপি) পুলিশের সহায়তায় চালানো অভিযানে মেয়াদ উত্তীর্ণ পানীয়, অননুমেদিত রং, নকলচেরি ধ্বংস করাসহ ৯ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় মোট ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার, সহকারী পরিচালক (মেট্রো) পাপীয়া সুলতানা লীজা ও চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান অভিযান পরিচালনা করেন।

ভোক্তা অধিকারের কর্মকর্তারা জানিয়েছেন, কোন বিক্রেতা যদি অধিক মূল্যে পণ্য বা ওষুধ বিক্রয় করে তাহলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন নম্বর ১৬১২১ এ অভিযোগ জানাতে অনুরোধ করা হয়।